ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠের বাঁশখালী সাংবাদিককে হত্যার হুমকি

প্রকাশিত: ০৪:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০১৮

  জনকণ্ঠের বাঁশখালী  সাংবাদিককে  হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৬ সেপ্টেম্বর ॥ অন্যায়, অসঙ্গতিপূর্ণ কর্মকা-ের সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক জনকণ্ঠের বাঁশখালীর নিজস্ব সংবাদদাতা জোবাইর চৌধুরীকে মুঠোফোনে কল ও এসএমএস দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছেন সদ্য বদলি হওয়া এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন হিরা। বিষয়টি জানাজানি হওয়ার পর সমালোচনার মুখে রয়েছেন ওই ওসি। এই ওসিকে বাঁশখালী থানা থেকে ছয় মাসের মাথায় বদলি করে ঢাকা পুলিশ লাইনে নেয়া হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ওসির দায়িত্বে থাকাকালে সালাউদ্দিন হিরা তার ব্যক্তিগত মোবাইল ফোন (নং-০১৭১১৭৮৯৩৭৮) থেকে জনকণ্ঠ সংবাদদাতা জোবাইর চৌধুরীর মোবাইল ফোনে কল দিয়ে শুরুতে অশোভন আচরণ করেন। ফলে জোবাইর চৌধুরী লাইন কেটে দেন। ওসি বার বার ফোন দিতে থাকেন। কিন্তু জোবাইর চৌধুরী আর ধরেননি। এবার ওসি এসএমএস দেন এই বলে যে, আমি আসছি, তোকে পারাইয়া মারব। শালা ইয়াবাখোর থাকিস তুই। পাশাপাশি প্রাণে মারারও হুমকি দেন। এখানে উল্লেখ্য, বাঁশখালীতে ওসির দায়িত্ব পালনকারী সালাউদ্দিন হিরার বিভিন্ন অপকর্ম নিয়ে জনকণ্ঠে প্রতিবেদন প্রকাশিত হয়। এ কারণে উক্ত ওসির রোষানলে পড়েন জোবাইর চৌধুরী। এ ঘটনা নিয়ে জোবাইর চৌধুরী বাঁশখালী উপজেলা আদালতে অভিযোগ দায়ের করেছেন। এছাড়া বিষয়টি বাঁশখালী থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেছেন।
×