ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪০ বছরেও পূর্ণাঙ্গ হয়নি বেতারের উচ্চশক্তির বগুড়া কেন্দ্র

প্রকাশিত: ০৪:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 ৪০ বছরেও পূর্ণাঙ্গ হয়নি  বেতারের  উচ্চশক্তির বগুড়া কেন্দ্র

সমুদ্র হক, বগুড়া অফিস ॥ প্রায় ৪০ বছর আগে বাংলাদেশ বেতারের উচ্চশক্তির বগুড়া কেন্দ্রটি স্থাপিত হওয়ার পর আজও নিজস্ব অনুষ্ঠান প্রচার করতে পারেনি। এ পর্যন্ত যত সরকার এসেছে প্রত্যেকেই এই কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালুর আশ্বাস দিয়েছে। কোন আশ্বাসই বাস্তবায়ন হয়নি। বেতার কেন্দ্রটি চালুর দাবিতে রবিবার সকালে বেতার কেন্দ্র এলাকায় শিশুকিশোরসহ সর্বস্তরের মানুষ মানববন্ধন করেছে। একই দাবিতে এ ধরনের বহু মানববন্ধন হয়েছে। সাংস্কৃতিক কর্মীরা বহুবার স্মারকলিপি দিয়েছে। বিষয়টি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অবগত। বগুড়া সফরকালে তিনি ফের আশ্বাসও দিয়েছিলেন, বগুড়া বেতার কেন্দ্রটিকে এফ এম (ফ্রিকুয়েন্সি মডিউলে) ব্যান্ডে রূপান্তর করা হবে। নিজস্ব অনুষ্ঠান প্রচার করতে পারে সেই ব্যবস্থা নেয়া হবে। এখন পর্যন্ত কোনটিই বাস্তবায়ন হয়নি। বগুড়া শহর থেকে প্রায় দশ কিলোমিটার পশ্চিমে কাহালু উপজেলার দরগাহাটায় ২৫ একর ভূমির ওপর বাংলাদেশ বেতারের বগুড়া কেন্দ্রটি স্থাপিত হয়। মাইক্রোওয়েভ লিংকে ১শ’ কিলোওয়াট উচ্চশক্তির ট্রান্সমিটারের বেতার কেন্দ্রে দীর্ঘ সময় প্রচার বন্ধ থাকে। ১৯৮৯ সালে বগুড়া বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান প্রেরণ কার্যক্রম শুরু হয়। ওই সময় থেকেই বগুড়া বেতার কেন্দ্রের নিজস্ব অনুষ্ঠান সম্প্রচারের দাবি ওঠে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তৎকালীন তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বগুড়া বেতার কেন্দ্রে থেকে নিজস্ব অনুষ্ঠান সম্প্রচারের আশ্বাস দেন। বলা হয় আপাতত বগুড়া শহরে কোন বাড়ি ভাড়া নিয়ে স্টুডিও কার্যক্রম চলবে। তারপর বেতার কেন্দ্রে উন্নতমানের স্টুডিও হবে। শিল্পী ও কলাকুশলীদের যাতায়াতের জন্য গাড়ি থাকবে। কোন কিছুই আর হয়নি। এরপর বগুড়া বেতার কেন্দ্রের নিজস্ব অনুষ্ঠান সম্প্রচারের দাবিতে সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ একজোট হয়ে আন্দোলনে নামে। মানববন্ধনসহ নানা কর্মসূচী পালিত হয়।
×