ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে অগ্নিকান্ড

প্রকাশিত: ০৪:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 খাগড়াছড়িতে  অগ্নিকান্ড

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ পানছড়ি বাজারে আগুনে পুড়ে গেছে ২০ টি দোকান ও বসতঘর। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বসতবাড়ি থেকে মালামাল বের করতে গিয়ে মনির নামে একজন আহত হয়েছে। আহত ব্যক্তি খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, পানছড়ি পুরাতন বাজার এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। পুড়ে যাওয়া ২০ দোকানপাটের মধ্যে কামার, আইসক্রিম কারখানা ও চায়ের দোকানের পাশাপাশি কয়েকটি বসতবাড়ি ছিল। প্রাথমিকভাবে ৩০ লক্ষাধিক টাকার মতো ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। . পীরগঞ্জ সংবাদদাতা পীরগঞ্জ, ঠাকুরগাঁও থেকে জানান, পীরগঞ্জ পৌর এলাকার মিত্রবাটি মহল্লায় অগ্নিকান্ডে দুই পরিবারের ৩ লাখ টাকাসহ ৪ বসতঘর ভস্মীভূত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে ওই মহল্লার ওষুধ ব্যবসায়ী মানিকের বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আহত নাজমা ও তার শিশু সন্তানকে পীরগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম, রায়হান শাহ্ ঘটনাস্থল পরিদর্শন করে নাজমাকে চিকিৎসার জন্যে ৩ হাজার টাকা প্রদান করেছেন। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে।
×