ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম চলবে ॥ সেক্টর কমান্ডার্স ফোরাম

প্রকাশিত: ০৪:৪২, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম চলবে ॥ সেক্টর কমান্ডার্স  ফোরাম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবে সেক্টর কমান্ডার্স ফোরাম। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে জনমত গঠনে ফোরাম যেভাবে সারাদেশে জনবিপ্লব ঘটিয়েছে, তেমনিভাবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধেও সংগ্রাম চলবে বলে জানিয়েছেন ফোরাম নেতৃবৃন্দ। রবিবার সংগঠনের চট্টগ্রাম জেলা ও মহানগরের যৌথ বর্ধিত সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়। সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি সাবেক সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডাঃ সরফরাজ খান চৌধুরী বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান, সাবেক এডিশনাল আইজিপি মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আলম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক বেদারুল আলম চৌধুরী বেদার। নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে না পারে সে লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ করতে সংগঠনের নেতা-কর্মীদের সচেষ্ট থাকতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রাজাকার ও তাদের দোসরদের কোন স্থান হতে পারে না । আগামী নির্বাচনে সেই ফয়সালা হয়ে যাবে। যেকোন মূল্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ক্ষমতার ধারবাহিকতা রক্ষা করতে হবে। সেক্টর কমান্ডার্স মহানগর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বিকে বিশ্বাস বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস প্রমুখ।
×