ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভালুকায় গ্রামবাসীর উদ্যোগে কাঠের সেতু নির্মাণ

প্রকাশিত: ০৪:৪২, ১৭ সেপ্টেম্বর ২০১৮

  ভালুকায় গ্রামবাসীর উদ্যোগে কাঠের সেতু নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৬ সেপ্টেম্বর ॥ ভালুকার উথুরা ইউনিয়নের নারাঙ্গী ও মরচি মধ্যপাড়া এলাকার মাঝখানে বাগগার খালের ওপর পারাপারের জন্য গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট হলেও নারাঙ্গী মরচি গ্রামের নিভৃত পল্লীর ওই খালটিতে একটি সেতুর অভাবে কয়েক গ্রামের মানুষ কাদা পানিতে ভিজে, কিংবা ২/৩ কিলোমিটার ঘুরে বিকল্প পথে ওই খাল পার হয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াত করতেন। একটি সেতুর অভাবে স্কুল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, হাট বাজারে যাতায়াতে জনসাধারণের খুবই কষ্টকর ছিল। এলাকাবাসী বার, বার জন প্রতিনিধিদের কাছে একটি সেতুর আবেদন করে কোন ফল পাননি। জন প্রতিনিধিদের কাছে ধরনা দিয়ে কোন ফল না পেয়ে মরচি মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামীণ উন্নয়ন সমবায় সমিতির সদস্যদের উদ্যোগে গ্রামবাসীর সহযোগিতায় কাঠের খুঁটি, কাঠের তক্তা ও আনুষঙ্গিক জিনিসপত্র সংগ্রহ করে ওই খালের ওপর কাঠের সেতু নির্মাণ কাজ শুরু করেন। সম্প্রতি খালের ওপর সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। কোন জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের অংশগ্রহণ না থাকায় পারাপারের জন্য গ্রামবাসী নিজেরাই সেতুটির উদ্বোধন করেন। এ সময় মরচি গ্রামীণ উন্নয়ন সমিতির সভাপতি মিনহাজ উদ্দীন, মরচি মধ্যপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাও কালিম উল্লাহ, উথুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম, আঃ হামিদ, মোশারফ হোসেন, হাফিজুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সেতুটি দেখতে দুই গ্রামের নারী-পুরুষ খালের পাড়ে জড়ো হয়।
×