ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জের ধলেশ্বরীর বাঁকে শরত উৎসব

প্রকাশিত: ০৪:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০১৮

  মুন্সীগঞ্জের ধলেশ্বরীর বাঁকে শরত উৎসব

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ শহরের ধলেশ্বরীর বাঁকে শরতে বসেছিল বিশেষ আসর। শহরের প্রেসিডেন্ট অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর নবীনবরণ উপলক্ষে বসেছিল এই শরত উৎসব। এই উৎসবে এমন নানা কালজয়ী গান, আঞ্চলিক গান, জারিগান, নৃত্য এবং কবিতা মুগ্ধ করে সকলকে। আর ইসপের গল্প নিয়ে তৈরি নাটিকা নির্মল আনন্দ দেয়। প্রকৃতির নয়নাভিরাম মেলায় এ যেন বিশেষ উপভোগ্য ছিল। আর উপভোগ্য পরিবেশেই শিক্ষার্থীদের দেশজ সংস্কৃতি, দেশপ্রেম লালন, প্রকৃতির প্রতি ভালবাসা, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলার সমৃদ্ধ ইতিহাস তুলে ধরা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মেজর গাজী মোঃ তাওহীদুজ্জামানের সভাপতিত্বে এতে আলোচনা করেন সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এইচ এম রকিব হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুমন বনিক, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রতিনিধি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, শিক্ষার্থী টুসী ও জেরিন। কলেজের নদীঘেঁষা মঞ্চ থেকে ভেসে আসে ‘আনন্দধারা বহিছে ভুবনে দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া- সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে। বসিয়া আছ কেন আপন-মনে, স্বার্থনির্গমন কী কারণে? চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে।’
×