ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সানিয়া রমার ‘রঙের জাদুকর’ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৪:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০১৮

  সানিয়া রমার  ‘রঙের জাদুকর’ এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সানিয়া রমার তৃতীয় এ্যালবাম বেলাল খান ফিচারিং ‘রঙের জাদুকর’ সম্প্রতি লেজারভিশনের ব্যানারে প্রকাশ হয়েছে। এ্যালবামে মোট ৪টি গান রয়েছে। গানগুলো লিখেছেন সোমেশ্বর অলি, রবিউল ইসলাম জীবন, আহমেদ খসরু ও সানিয়া রমা। গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বেলাল খান ও আভরাল সাহির। ইতোমধ্যে এ্যালবামের ‘আশায় আশায়’ গানটির মিউজিক ভিডিও লেজারভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। ‘থাকতে মানুষ’ শিরোনামে আরেকটি গানের ভিডিও শীঘ্রই প্রকাশ করা হবে। ভিডিওগুলো পরিচালনা করেছেন খান মাহি। গানগুলো প্রসঙ্গে শিল্পী সানিয়া রমা বলেন- আধুনিক ও ফোক ধাঁচের এই গানগুলো সবধরনের শ্রোতা-দর্শকদের আনন্দ দেবে বলে আমার বিশ্বাস। এদিকে গত ৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় সেভেনহিল রেস্টুরেন্টে লেজারভিশনের আয়োজনে সানিয়া রমার ‘রঙের যাদুকর’ এ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ, সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন, কাতার চাঁদপুর সমিতির সভাপতি মোঃ মানিক হোসেন, কাতার সাংবাদিক সমিতির সভাপতি ই এম আকাশ ও সঙ্গীতশিল্পী বেলাল খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজারভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, গীতিকার সোমেশ্বর অলি, নীহার আহমেদ, প্লাবন কোরেশী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজারভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক রাসেল।
×