ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পর্যটন খাতে বিশ্বে সর্বোচ্চ ব্যয় করেন আমিরাতের নাগরিকরা

প্রকাশিত: ০৪:৩১, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 পর্যটন খাতে বিশ্বে সর্বোচ্চ ব্যয় করেন আমিরাতের নাগরিকরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৭ সালে হালাল পর্যটন খাতে বিশ্বে সর্বোচ্চ ব্যয় করেন সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন সৌদি আরব ও কুয়েতের পর্যটকরা। মাস্টারকার্ড ও ওয়ার্ল্ড ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম কাউন্সিল জানায়, ২০১৭ সালে পর্যটনের জন্য ১ হাজার ৭৬০ কোটি ডলার ব্যয় করেন আমিরাতের পর্যটকরা। সৌদি আরবে ১ হাজার ৬১০ কোটি ডলার এবং কুয়েতে পর্যটকরা ১ হাজার ৪০ কোটি ডলার ব্যয় করেন। গেল বছরে সারা বিশ্বের মুসলিম পর্যটকরা ব্যয় করেন প্রায় ১৮ হাজার কোটি ডলার। ২০২০ সালে এই ব্যয় ২২ হাজার কোটি ডলার ছাড়াবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে মুসলিম পর্যটকের সংখ্যা ১৩ কোটি ১০ লাখ থেকে বেড়ে ১৫ কোটি ৪০ লাখে পৌঁছাতে পারে।
×