ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের স্থায়ী পরামর্শক হলো গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম

প্রকাশিত: ০৪:৩০, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 জাতিসংঘের স্থায়ী পরামর্শক হলো গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের স্থায়ী পরামর্শক সদস্য পদ পেয়েছে আন্তর্জাতিক উন্নয়ন ও গবেষণা সংস্থা গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম। এর ফলে সংগঠনটি এখন থেকে আরও বেশি ব্যবসা-বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে। রবিবার রাজধানীর বিজিএমই ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে জানানো হয়, গত ১ আগস্ট জাতিসংঘ সদর দফতর নিউইয়র্কে বিশ্বের চারটি প্রতিষ্ঠানকে এই সদস্যপদ দেয়া হয়। গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম তার মধ্যে অন্যতম ও প্রথম সদস্য। জাতিসংঘের সদস্যভুক্ত স্বাধীন রাষ্ট্রের পরে এটিই সর্বোচ্চ পদ। সদস্যপদ লাভের পর গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম সদস্য দেশগুলোর মধ্যে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সহায়ক সংগঠন হিসেবে দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে বক্তারা ব্রাজিল ও বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। গ্লোবাল ইকোনমিস্ট ফোরামও আগামী একবছর বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের ব্যবসা-বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরা জুনিয়র, গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. এনায়েত করিমসহ অন্যরা। অনুষ্ঠানে গ্লোবাল ইকোনমিস্ট ফোরামে বাংলাদেশ চ্যাপ্টারের শীর্ষ ছয় কর্মকর্তাকে জাতিসংঘের পরিচয়পত্রও হস্তান্তর করা হয়।
×