ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তুং হাই নিটিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিনিয়োগকারীদের চিঠি

প্রকাশিত: ০৪:২৬, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 তুং হাই নিটিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিনিয়োগকারীদের চিঠি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্রখাতের কোম্পানি তুং হাই নিটিং এ্যান্ড ডাইং লিমিটেড পুঁজিবাজারের নিয়মনীতি পালন করছে না। কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দিচ্ছে না। কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করার পর এখন পর্যন্ত কোন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ২০১৭ অর্থবছরের লভ্যাংশ সংক্রান্ত কোন সিদ্ধান্ত না নেয়া, বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করার কারণে তুং হাই নিটিংয়ের অবস্থান ‘জেড’ ক্যাটাগরিতে। অন্যদিকে দিনের পর কোম্পানির শেয়ারদর তলানিতে নামায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। আর এ বিষয়ে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিতে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়েছেন কোম্পানির একজন শেয়ারহোল্ডার। তার নাম মোঃ মনোয়ারুল ইসলাম (বিও নং- ১২০১৯০০০৪৯৯৩৩২০৭)। তিনি চিঠিতে উল্লেখ করেন, তুং হাই নিটিংয়ের চেয়ারম্যান, পরিচালক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোম্পানি পরিচালনা করতে গড়িমসি করছে ও উৎপাদন বন্ধ রেখেছে। কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দিচ্ছে না এবং সঠিক সময়ে এজিএম সম্পন্ন করছে না। তাই বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙ্গে নতুন পরিচালনা পর্ষদ গঠন ও পুনরায় কোম্পানির উৎপাদন চালু রাখার জন্য আহ্বান জানিয়েছেন কোম্পানির শেয়ারহোল্ডার মোঃ মনোয়ারুল ইসলাম। উল্লেখ্য, ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া তুং হাই নিটিংয়ের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০৬ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা। এর রিজার্ভ ও সারপ্লাসের পরিমাণ ২১ কোটি ৭২ লাখ টাকা। পুঁজিবাজার থেকে অর্থ নিয়ে এখনও পর্যন্ত কোম্পানিটি কোন প্রকার নগদ লভ্যাংশ প্রদান করেনি। ২০১৫-১৬ অর্থবছরে কোম্পানিটি সর্বশেষ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করে। ১০ টাকা ফেসভ্যালুর এ কোম্পানির বর্তমান শেয়ার দর ৫.১০ টাকা। এর মোট ১০ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৩০টি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৩০.০৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৫.৬২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬৪.৩৪ শতাংশ শেয়ার।
×