ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:২৬, ১৭ সেপ্টেম্বর ২০১৮

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৮০৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৬০ কোটি ৫১ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ৬৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২১৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬৫ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯১১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, একটিভ ফাইন, সিঙ্গার বিডি, ইফাদ অটো, বিবিএস কেবল, হোটেল পেনিনসুলা, আমান ফিড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল ও শাশা ডেনিম। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ॥ ফাইন ফুড, ইনটেক, রিপাবলিক, গ্লোবাল ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সিএপিএম মিউচুয়াল ফান্ড, স্টাইল ক্রাফট, রংপুর ফাউন্ডি ও আরামিট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ॥ ড্রাগন সোয়েটার, সন্ধানী ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি মিউচুয়াল ফান্ড ও ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৬০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ বিবিএস কেবল, সিঙ্গার বিডি, পেনিনসুলা চট্টগ্রাম, খুলনা পাওয়ার, একটিভ ফাইন, রিপাবলিক, ন্যাশনাল হাউসিং, ফরচুন সুজ ও ইনটেক। এদিকে আজ থেকে লেনদেন শুরু হতে যাওয়া এম এল ডাইংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৯ মাসের ব্যবসায় মুনাফা কমেছে ২ লাখ ২০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরের ৯ মাসে নিট মুনাফা হয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টাকা বা ইপিএস ১.১৯ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ১৬ কোটি ৭৮ লাখ টাকা বা ইপিএস ১.২০ টাকা। এ হিসাবে নিট মুনাফা কমেছে ২ লাখ ২০ হাজার টাকা বা ইপিএস ০.০১ টাকা। এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ১৮) নিট মুনাফা হয়েছে ৬ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা বা ইপিএস ০.৪৪ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৬ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা বা ইপিএস ০.৪৭ টাকা। এ হিসাবে নিট মুনাফা কমেছে ৪১ লাখ ৯০ হাজার টাকা বা ইপিএস ০.০৩ টাকা। চলতি বছরের ৩০ জুন এমএল ডাইংয়ের শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৯১ টাকায়। যা আইপিওতে ইস্যুকৃত ২ কোটি শেয়ার বিবেচনায় নিলে হয় ২৩.০৫ টাকা। উল্লেখ্য, কোম্পনিটি শেয়ারবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। যা দিয়ে যন্ত্রপাতি এবং কলকব্জা ক্রয় ও স্থাপনের জন্য এবং আইপিও প্রক্রিয়ার খরচও এ অর্থ থেকে ব্যয় করে কোম্পানিটি।
×