ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে অভিযুক্ত দুই রুশ নাগরিকের

প্রকাশিত: ০৪:১৫, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে  অভিযুক্ত দুই রুশ নাগরিকের

যুক্তরাজ্যের সলসবারিতে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে ৪ মার্চ নার্ভ এজেন্ট হামলার বেশ কিছু দলিল প্রথমবারের মতো সাংবাদিকদের তদন্তে প্রকাশ পেয়েছে। প্রমাণ পাওয়া গেছে যে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সলসবারিতে সন্দেহভাজন নোভিচক হামলাকারীদের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষ আলেক্সান্দার পেত্রোভ ও রুসলান বশিরভ নামের দুই রুশ নাগরিকের বিরুদ্ধে স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে , ডিটেকটিভ সার্জেন্ট নিক বেইলকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। গত ৪ মার্চ ইংল্যান্ডের সলসবারিতে নার্ভ এজেন্ট হামলার শিকার স্ক্রিপাল ও ইউলিয়াকে একটি পার্ক থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ কর্মকর্তা নিক বেইলে তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রসিকিউটররা বলেছেন, পেত্রোভ ও বশিরভ রুশ সামরিক গোয়েন্দায় কাজ করেন। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এ কথা অস্বীকার করেছেন। খবর গার্ডিয়ানের। সন্দেহভাজন দুজনের মধ্যে একজনের পাসপোর্ট তথ্যে উল্লেখ রয়েছে, ‘টপ সিক্রেট’ এবং একটি নির্দেশসহ একটি টেলিফোন নম্বর। নির্দেশে বলা হয়েছে, ‘কাউকে তথ্য দেবে না’ টেলিফোন নম্বরটি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রিসিপশন ডেস্কের সঙ্গে সংযোগ রয়েছে। মন্ত্রণালয়ের এক ক্লার্ক বলেছেন, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না বা কোন তথ্যও দেবেন না। অনলাইন প্ল্যাটফর্ম বেলিংক্যাট ও রুশ তদন্ত প্রতিষ্ঠান ইনসাইডারে দলিলগুলো প্রকাশ করা হয়। দুটি প্রতিষ্ঠানই ২০১৪ সাল থেকে ইউক্রেনে রুশ সৈন্যদের সক্রিয়তার বিষয়ে তথ্য ফাঁসে বিশেষজ্ঞ। এ দুটো অনলাইনে আরও কিছু দলিল ফাঁস করা হয়েছে। তথ্যে আভাস দেয়া হয়েছে, পেত্রোভ ও বশিরভ শেষ সময়ে তাদের টিকেট কেটেছেন। অথচ তারা দাবি করেছেন যে সলসবারি সফরে যাওয়ার পরিকল্পনা তারা অনেক আগেই করেছেন। তাদের এ দাবি ফাঁস হয়ে যাওয়া তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
×