ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা

প্রকাশিত: ০৮:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০১৮

পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন হত্যা মামলায় গ্রেফতার ৩ নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল গাইনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার কৃষ্ণনগর বাজারে যুবলীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত জলিল উপজেলার ইয়াকুব আলী গাইনের ছেলে। কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, জলিলকে শুক্রবার ঢাকার গাজীপুর কালিয়ারকৈ এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার রাত ৯টার দিকে তাকে নিয়ে কৃষ্ণনগর বাজার এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে স্থানীয় জনগণ তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শী সামছুর রহমান ও ছবেদ আলী জানান, চেয়ারম্যান হত্যাকান্ডের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে কৃষ্ণনগর হাইস্কুল মাঠে জনসভা চলছিল। এ সময় গ্রেফতারকৃত আসামি কৃষ্ণনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জলিলকে নিয়ে পুলিশ কৃষ্ণনগর বাজারে গেলে ক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে। সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
×