ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বসাহিত্য নিয়ে বিটিভির অনুষ্ঠান নিসর্গ ও নক্ষত্র

প্রকাশিত: ০৭:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০১৮

বিশ্বসাহিত্য নিয়ে বিটিভির অনুষ্ঠান নিসর্গ ও নক্ষত্র

সংস্কৃতি ডেস্ক ॥ বিটিভিতে আজ বেলা ২-৪০ মিনিটে প্রচার হবে বিশ্বসাহিত্য বিষয়ক অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’। অনুষ্ঠানটি পরিকল্পনা-গ্রন্থনা-উপস্থাপনা করেছেন মারুফ রায়হান। ‘নিসর্গ ও নক্ষত্র’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. এরশাদ হোসেন। ‘নিসর্গ ও নক্ষত্র’ অনুষ্ঠানে বর্ষীয়ান কথাসাহিত্যক সৈয়দ আনওয়ারুল হাফিজ পারস্যের বিশ্বখ্যাত মহাকবি হাফিজের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেছেন। সেই সঙ্গে সুফিবাদী সাহিত্য নিয়েও রয়েছে আলোকপাত। হাফিজের গজল পরিবেশিত হয়েছে বাংলা সাবটাইটেলে। সেইসঙ্গে হাফিজের কবিতার আবৃত্তিও পরিবেশিত হয়েছে। সমকাল মহাকাল পর্বে আছে সদ্যপ্রয়াত নোবেলবিজয়ী ব্রিটিশ কথাশিল্পী ভি এস নাইপলকে নিয়ে আলোকপাত ও তার নোবেল ভাষণের অংশবিশেষ প্রদর্শন। চরণচিত্রণ পর্বে নিজ শিল্পজগৎ এবং আন্তর্জাতিক একজন শিল্পীর শিল্পকর্ম নিয়ে বলেছেন সদ্য এশীয় দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে গ্রান্ড প্রাইজ প্রাপ্ত চিত্রশিল্পী আতিয়া ইসলাম এ্যানি।
×