ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়া বাউল গোষ্ঠীর লোকসঙ্গীত উৎসব

প্রকাশিত: ০৭:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০১৮

বগুড়া বাউল গোষ্ঠীর লোকসঙ্গীত উৎসব

সমুদ্র হক ॥ ‘কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে’ লোকগীতির এমন কথায় সুরের ইন্দ্রজালে শ্রোতা দর্শকের হৃদয় ভরে দিল বাউল বেলাল বয়াতী। এই শিল্পী জন্মান্ধ। নিজের সাধনায় সুরের মায়াজালে বেঁধেছেন জীবন। পথেঘাটে হাট বাজারে গান গাওয়ার এই শিল্পী জীবনে প্রথম বগুড়া শহীদ টিটু মিলনায়তনের হাজারো দর্শকের সামনে পরিবেশন করে লোকগীতি। মুগ্ধ দর্শক টানা করতালি দিয়ে অভিনন্দিত করে। শুক্রবার সন্ধ্যায় বগুড়া বাউল গোষ্ঠীর আয়োজনে ‘সত্য বল সুপথে চল’ শিরোনামে লোকসঙ্গীত উৎসব হলো ওই মিলনায়তনে। এই আয়োজনের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। মঞ্চে তাকে উদ্বোধনের আহ্বান জানালে তিনি (রাগেবুল আহসান রিপু) বগুড়ায় আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিক আয়োজনের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেনকে সম্মান জানিয়ে তাকে সঙ্গে নিয়ে মাটির পিদীম (প্রদীপ) প্রজ্বালন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সন্ধ্যায় শুরু হওয়া লোকসঙ্গীত উৎসব চলে রাত দশটা অবধি। অতিথি হয়ে এসেছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি আব্দুল মতিন, আওয়ামী লীগ নেতা রফি নেওয়াজ খান রবিন, সুলতান মাহমুদ খান রনি প্রমুখ। বগুড়া বাউল গোষ্ঠীর সভাপতি আবু সাঈদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাসউদ করিম বক্তব্যে বলেন, বাউলদের ঢাকঢোল দোতারা আর বাঁশির সম্মিলিত সুরগুলো গেঁথে লোকসঙ্গীতের এই উৎসব। যে মঞ্চে প্রবীণ বাউল শিল্পীরা নবীনদের সুরের হাল ধরে এগিয়ে নিয়ে যাবে। রায়হানা তাবাস্সুম উত্তমার প্রাণবন্ত উপস্থাপনার লোকসঙ্গীত পরিবেশন করে ঢাকার ছোট মমতাজ, মৌসুমি মৌ, জয়পুরহাটের বেলাল বয়াতী, বগুড়ার বাউল শিল্পী জগদীশ চন্দ্র রায়, ইব্রাহিম বয়াতী, সুকুমার দাস, সুবল দাস, আশুতোষ, মীম সরকার, কফিল উদ্দিন, জোহা সরদার, প্রণব স্যানাল ও রফিকুল ইসলাম। ‘এমন মানব জনম আর পাবে না বারে বারে বারে বারে আর আসিবে না’ সুকুমার দাসের কণ্ঠে এমন বাউল গানের মতোই ছিল এই দিনের এই আয়োজন।
×