ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঐতিহ্যবাহী মিরপুর কলেজ

প্রকাশিত: ০৭:৩১, ১৬ সেপ্টেম্বর ২০১৮

ঐতিহ্যবাহী মিরপুর কলেজ

রাজধানী ঢাকার মিরপুরে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় মিরপুর কলেজ। অতীতের অনেক চড়াই-উতরাই পেরিয়ে কলেজটি আজ অত্র এলাকায় অন্ধকারকে বিদীর্র্ণ করে আলোকিত মানুষ গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলছে। প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতি নিয়ে নিরলস কাজ করেছেন বর্তমান গভর্নিং বডির সভাপতি আসলামূল হক এমপি ও কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃ গোলাম ওয়াদুদ ও উপাধ্যক্ষ এএইচএম মাহবুবুর রহমান। কলেজের ভিন্নতা ও বৈশিষ্ট্যের প্রশ্নে প্রথমেই চলে আসে আধুনিক শিক্ষাদান প্রক্রিয়া। প্রতি দিনের পড়া ক্লাসেই সমাপ্ত করা, নিয়মিত টিউটোরিয়াল তথা অন্যান্য পরীক্ষা গ্রহণ এবং সময় মতো ফলাফল প্রকাশ করে ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের দুর্বলতা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয় এই কলেজে। এইচএসসি : মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ এবং ব্যবসায় ব্যবস্থাপনা। অনার্সের বিষয়সমূহ : বাংলা, ইংরেজী, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ব্যাংকিং ও অর্থনীতি এবং বিবিএ, সিএসই এবং ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (প্রফেশনাল কোর্স)। মাস্টার্সের বিষয়সমূহ : ইংরেজী, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ব্যাংকিং শিক্ষাদান পদ্ধতি : উপাধ্যক্ষ এইচএম মাহবুবুর রহমান বলেন, কলেজের শিক্ষাদান পদ্ধতি অধিকতর ব্যবহারিক শিক্ষানির্ভর এবং আধুনিক টিচিং মেথডভিত্তিক। এখানে গাইড শিক্ষকের তত্তাবধানে ছোট ছোট গ্রুপে শিক্ষাদানের ফলে প্রত্যেক শিক্ষার্থীই শিক্ষকের নিবিড় পর্যবেক্ষণে থাকেন। শিক্ষা পদ্ধতিকে গতিশীল রাখার জন্য নিয়মিত ফেইজ মিটিং, একাডেমিক কাউন্সিলের মিটিং ও শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে রয়েছে বিষয়ভিত্তিক আধুনিক ল্যাব, লাইব্রেরির সুব্যবস্থা এখানে রয়েছে বিষয়ভিত্তিক আধুনিক ল্যাব, লাইব্রেরি। প্রতিটি শ্রেণী কক্ষ অত্যাধুনিক ডিজিটাল মাল্টিমিডিয়া সিস্টেম, ল্যাপটপ, প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর, ও সুসজ্জিত ডিজিটাল ক্লাসরুম। আছে পর্যাপ্ত লেকচার, টিউটোরিয়াল ও ব্যবহারিক কক্ষ এবং ছাত্র-শিক্ষকদের পৃথক আসন সংবলিত লাইব্রেরি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ১০-১১ শিক্ষাবর্ষের পরীক্ষায় মিরপুর কলেজ ফিন্যান্স বিভাগে প্রথম স্থান অর্জন করে। মিরপুর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ গোলাম ওয়াদুদ বলেন, মিরপুর কলেজের শিক্ষার্থীর পড়াশোনা ও কৃতিত্বপূর্ণ ফলাফলের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজেও অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমানে অনার্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। যোগাযোগ ঃ মিরপুর কলেজ, মিরপুর-২, ঢাকা -১২১৬। ফোন : ০১৭১১৯২৮২২৪। ¦ জুয়েল মাহমুদ
×