ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টটেনহ্যামকে হারিয়ে ২৮ বছরের মধ্যে দুর্দান্ত সাফল্য তুলে নিয়েছে জার্গেন ক্লপের দল

ইপিএলে লিভারপুলের টানা পঞ্চম জয়

প্রকাশিত: ০৭:২৭, ১৬ সেপ্টেম্বর ২০১৮

ইপিএলে লিভারপুলের টানা পঞ্চম জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে উড়ছে লিভারপুল। প্রথম ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেয়েছে তারা। শনিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে জার্গেন ক্লপের দল। অলরেডরা এদিন ২-১ গোলে হারিয়েছে শক্তিশালী টটেনহ্যাম হটস্পারকে। সেই সঙ্গে জয়ের সংখ্যাটাকে পাঁচে নিয়ে গেল লিভারপুল। শুধু তাই নয়, টটেনহ্যামকে হারিয়ে ইতিহাসও গড়েছে জার্গেন ক্লপের দল। ২৮ বছরের মধ্যে এবারই প্রথম ইংলিশ প্রিমিয়ার লীগের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়েছে লিভারপুল। টটেনহ্যামের মাঠে এদিন আতিথ্য পায় লিভারপুল। সফরকারীদের প্রথম এগিয়ে দেন উইজনালডুম। প্রথমার্ধের ৩৯ মিনিটে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে লিভারপুলের গোল ব্যবধান দ্বিগুণ করেন রবার্তো ফিরমিনো। ম্যাচের অতিরিক্ত সময়ের ৯০+৩ মিনিটে টটেনহ্যামের লামেলা এক গোল করলেও ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ জোশে মরিনহো জানিয়েছেন পল পগবা কখনই ক্লাব ছেড়ে অন্যত্র চলে যাবার কথা বলেননি। বিশ্বকাপের শিরোপা জয়ের মিশন শেষে ম্যানচেস্টারে ফিরে এসেছেন তারকা এই ফ্রেঞ্চ মিডফিল্ডার। যদিও ক্লাবে ফিরে আসার আগে পগবার দলত্যাগ নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে মরিনহো বলেছেন সে সবসময়ই ইউনাইটেডে থাকতে চেয়েছে। এ সম্পর্কে মরিনহো বলেন, ‘আমার কাছে যা সত্যি আমি শুধু সেটা নিয়েই কথা বলি, যা আমি পড়েছি বা শুনেছি সেটা নিয়ে নয়।’ লিচেস্টার সিটির বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পরে পগবা বলেছিলেন নিজের ভবিষ্যত নিয়ে যদি কিছু তিনি বলে থাকেন তবে তাকে ক্লাবের পক্ষ থেকে শাস্তি প্রদান করা উচিত। ২০১৭-১৮ মৌসুমে ওল্ডট্র্যাফোর্ডে সময়টা খুব একটা ভাল কাটেনি ২৫ বছর বয়সী এই ফ্রেঞ্চম্যানের। কিন্তু রাশিয়া বিশ্বকাপে উজ্জীবিত পারফর্মেন্সে আবারও পগবাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ইউনাইটেড। বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল দেয়া পগবাকে দলে পেতে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে বার্সিলোনা বেশ তোড়জোড় শুরু করেছিল। যদিও জার্মানির বিপক্ষে নেশন্স লীগে ফ্রান্সের ম্যাচের আগে পগবা বলেছিলেন, আমার ভবিষ্যত বর্তমানে ইউনাইটেডের সঙ্গেই আছে। এই মুহূর্তে আমি এই ক্লাবের পক্ষে খেলছি। কিন্তু আগামী কয়েক মাসে কি হবে কেউ বলতে পারে না। কিন্তু মরিনহো পগবার এই মন্তব্যকে উড়িয়ে দিয়ে বলেছেন এটা খেলোয়াড়ের সঙ্গে গণমাধ্যমের সম্পর্কের সমস্যা। এখানে অন্য কিছু ভাবার অবকাশ নেই।
×