ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউরো ২০২৪

তুরস্কের বিড নিয়ে ইনফ্যান্টিনো-গ্রিনডেল বিতণ্ডা

প্রকাশিত: ০৭:০৮, ১৬ সেপ্টেম্বর ২০১৮

তুরস্কের বিড নিয়ে ইনফ্যান্টিনো-গ্রিনডেল বিতণ্ডা

স্পোর্টস রিপোর্টার ॥ ২০২৪ সালের ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের এখন পর্যন্ত আয়োজক নির্ধারিত হয়নি। তবে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য জোরালো দাবিদার হিসেবে বিডে আছে জার্মানি ও তুরস্ক। বিষয়টি নিয়ে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রধান জিয়ান্নি ইনফ্যান্টিনো এবং জার্মান ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফবি) প্রধান রেইনহার্ড গ্রিনডেলের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। পরস্পরের মধ্যে কঠোর বাক্যবাণে ভরপুর চিঠি চালাচালি হয়েছে বিষয়টি নিয়ে। সম্প্রতিই তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করে ইনফ্যান্টিনো তাদের বিডে থাকার প্রশংসা করেন। বিষয়টি উয়েফার ওপর প্রভাবক হিসেবে কাজ করবে এমনটাই মনে করছেন গ্রিনডেল। এ কারণেই তিনি ক্ষুব্ধ হয়েছেন। ইউরো ফুটবলের আয়োজক কারা হবে সেটি নির্ধারণ করবে ইউরোপিয়ান ফুটবল সংস্থা (উয়েফা)। ২০২৪ সালের আসরটির আয়োজক নির্ধারিত হবে আগামী ২৭ সেপ্টেম্বর। কিন্তু বিষয়টি নিয়ে ফিফার কড়া পর্যবেক্ষণ রয়েছে। কিন্তু ডিএফবি প্রেসিডেন্ট গ্রিনডেল সম্প্রতিই ইনফ্যান্টিনোর কার্যক্রমে বেশ ক্ষেপেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তিনি ইউরো ২০২৪ আয়োজক হিসেবে বিডে থাকায় তুরস্কের প্রশংসাও করেন। এ কারণে এখন গ্রিনডেল মনে করছেন এটি আয়োজক নির্ধারণের কার্যক্রমে প্রভাব বিস্তার করবে। তিনি তার চিঠির উত্তরে লিখেছেন, ‘প্রথমত আমি আমার বিস্ময় ও হতাশা প্রকাশ করছি এমন কথার স্বর এবং চিঠির বিষয়বস্তু নিয়ে।’ ইউরো কে আয়োজন করবে এ ব্যাপারে ফিফার কোনই কার্যক্রম নেই। কিন্তু ফিফার প্রধান এবং উয়েফার সাবেক সেক্রেটারি জেনারেল হিসেবে ইনফ্যান্টিনোর প্রভাব কোনক্রমেই অবহেলা করা যায় না। আর এ বিষয়টি নিয়েই গ্রিনডেল ক্ষিপ্ত হয়েছেন। আর সাম্প্রতিক সময়ে ফুটবল বিষয়ক সম্পর্কে বেশ টানাপোড়েন চলছে জার্মান-তুরস্কের মধ্যে। বিশ্বকাপের সময় মেসুত ওজিল ও ইলকে গুনডোগান তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করে তোলপাড় সৃষ্টি করেছিলেন। বিষয়টি দু’দেশের রাজনীতিতেও গড়ায়। শেষ পর্যন্ত ওজিল বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিয়ে ফেলেন।
×