ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০১৮

বরিশালে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামে শনিবার দুপুরে বজ্রপাতে পারভীন বেগম (৫০) নামের এক গৃহবধূ মারা গেছে। জানা গেছে, ওই গ্রামের শহিদ সিকদারের স্ত্রী পারভীন বেগম দুপুর দেড়টার দিকে ঘরের বাইরে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাগেরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারী উপজেলার শিবপুর গ্রামে নাবিল (১৫ মাস) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে সুমন মুন্সীর একমাত্র সন্তান। শনিবার শিশু নাবিল বাড়ির অন্যান্য শিশুর সঙ্গে খেলছিল। বাড়ির অন্যরা কাজে ব্যস্ত ছিলেন। দুপুরের দিকে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ফুলছড়িতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৫ সেপ্টেম্বর ॥ ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর গ্রামে শনিবার দুপুরে বিদ্যুতস্পৃষ্টে শাকিল মিয়া (১৩) নামে এক কিশোর মারা গেছে। সে ওই গ্রামের তারা মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, দুপুরে শাকিল মিয়া গাছে চড়ে ছাগলের জন্য কাঁঠাল গাছের পাতা সংগ্রহ করতে গেলে পার্শ্ববর্তী পল্লী বিদ্যুত সমিতির ১১ হাজার ভোল্টের তারে পড়ে। ফলে কাঁঠাল গাছের ডালটিসহ ওই শাকিল বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা ছুরিকাহত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দুর্বৃত্তের ছুরিকাঘাতে জখম হয়েছেন জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা এসএম আলমগীর চৌধুরী। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার মধ্যরাতে পাঁচলাইশ এলাকার একটি কনভেনশন সেন্টারের সামনে তিনি ছুরিকাহত হন। এ সময় তিনি বাসায় ফিরছিলেন। এ বিষয়ে আলমগীর চৌধুরীর সহধর্মিণী পাঁচলাইশ থানায় দায়েরকৃত অভিযোগে জানিয়েছেন, ১০ থেকে ১২ সন্ত্রাসী তার স্বামীকে হত্যার লক্ষ্যে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পাঁচলাইশ পুলিশ বলেছে, অভিযোগ প্রাপ্তির পর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×