ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজের সামনে আবর্জনা

প্রকাশিত: ০৬:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০১৮

চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজের সামনে আবর্জনা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রধান প্রবেশদ্বারের সামনে সীমানা প্রাচীর ঘিরে ময়লা পানি আবর্জনা ও কাদায় ভরা। নাক ঢেকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে কলেজে প্রবেশ ও কলেজ শেষে বের হতে হয় শতশত শিক্ষার্থী ও শিক্ষককে। তার পর সীমানা প্রাচীর ঘেঁষে জায়গাও দখল করে ব্যবসা প্রতিষ্ঠান বসেছে। এ পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলছে নীলফামারী ডোমার উপজেলার চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজে। শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজটির প্রধান প্রবেশদ্বারটি চমৎকারভাবে তৈরি করা হয়েছে। গেট দেখলেই চোখ জুড়িয়ে যায়। কিন্তু গেটের ধার দিয়ে সীমানা প্রাচীরের সামনে নিচের দুই ধারে তাকালে যেন ম্লান হয়ে যায় ওই সুন্দর গেটটি। চিলাহাটি বাজারে মূল সড়কের ধারেই চিলাহাটি সরকারী কলেজটি। কলেজের সামনের সড়কেই ঢাকা কোচ কাউন্টার। কাউন্টারের সামনেই দাঁড়িয়ে থাকে কোচগুলো। ছোট সড়কে গাড়ি দাঁড়িয়ে থাকায় সাধারণ মানুষজনের চলাচলেও দেখা দেয় দুর্ভোগ। বিভিন্ন যানবাহন চলাচলে ওই স্থানে সব সময় লেগে থাকে যানজোট। এ ছাড়া চিলাহাটি বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবহৃত পানি গড়িয়ে আসে ঠিক কলেজের সামনে। আবার ওই স্থানেই ময়লা আবর্জনা ফেলে বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। ফলে ছাত্র-ছাত্রীসহ মানুষজনের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। ফলে গেটের সামনে ময়লা পানি আবর্জনা ও কাদা দুর্গন্ধে ভরা চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজর প্রধান প্রবেশদ্বার। কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, ময়লা আবর্জনা ও দুর্গন্ধে নাক চাপা দিয়ে আমাদের ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে কলেজ আসা-যাওয়া করতে হচ্ছে। শিক্ষার্থীরা জানায়, কলেজের অধ্যক্ষ জকিরুল ইসলাম। তিনি থাকেন রাজশাহীতে। মাসে একবার এসে চলে যান। ফলে আমাদের কলেজটি এক প্রকার অধ্যক্ষ ছাড়াই চলছে। এ ব্যাপারে কলেজের অফিস প্রধান সহকারী হাফিজুর রহমান জানান আমরা গেটের সামনে বালু ফেলেছি কিন্তু গাড়ি বেআইনীভাবে রাস্তায় দাঁড়ানো ও চলাচলের কারণে বর্ষাকালে ময়লা পানি ও আবর্জনার স্তূপ হয়ে থাকে।
×