ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১০ টাকা কেজির চালে ট্যাক্স আদায়ের অভিযোগ

প্রকাশিত: ০৬:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০১৮

১০ টাকা কেজির চালে ট্যাক্স আদায়ের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৫ সেপ্টেম্বর ॥ জেলায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। একটি ইউনিয়নে ১০ টাকা কেজি দরের চাল সংগ্রহের সময় সুবিধাভোগীদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে মাথাপিছু ৪০ টাকা হারে ট্যাক্স আদায় করার অভিযোগ উঠেছে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, হতদরিদ্রদের নিকট ট্যাক্স আদায় দ-নীয় অপরাধ। ১০ সেপ্টেম্বর হতে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ঠাকুরগাঁও জেলার পাঁচ উপজেলায় এবার ৬৭ হাজার ৭১ জন উপকার ভোগী হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে বেশিরভাগ চাল বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ৩০১ মেট্রিক টন চাল ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিতরণ শেষ হবে। তবে সুবিধাভোগীদের অভিযোগ, আগে ৩০ কেজি মাপের বস্তা দেয়া হলেও এখন চাল নিতে সুবিধাভোগীদের বাড়ি হতে খালি বস্তা নিয়ে আসতে হচ্ছে। এতে সুবিধাভোগীদের বিভিন্ন অসুবিধা হচ্ছে। এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে চাল সংগ্রহকালে হতদরিদ্রদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে বসতবাড়ির বাৎসরিক মূল্যের ওপর করবাবদ মাথাপিছু ৪০ টাকা হারে আদায়ের অভিযোগ রয়েছে। ওই ইউনিয়নের বাদিয়ার মার্কেট ও পাটিয়াডাঙ্গী বাজারের ফেয়ার প্রাইস ডিলারের পাশে ইউপি কার্যালয়ের নিয়োজিত চকিদার সুবিধাভোগীদের নিকট সরাসরি ট্যাক্সের নামে টাকা আদায় করছেন। ডিলারদের বিরুদ্ধে সুবিধাভোগীদের অভিযোগ তারা ইউপি কার্যালয়ের প্রদত্ত ট্যাক্সের রশিদ ছাড়া চাল দিচ্ছেন না। সেজন্য তাদের বাধ্যতামূলকভাবে ট্যাক্স গুনতে হচ্ছে। আর এভাবে ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ ১১শ’ সুবিধাভোগীর কাছ থেকে ৪৪ হাজার টাকা আদায় করেন। সুবিধাভোগীরা জানান, ট্যাক্সের রশিদ না দেখালে ডিলাররা তাদের চাল দেন না, তাই তারা হতদরিদ্র হয়েও বাধ্য হয়ে মাথাপিছু ৪০ টাকা হারে ট্যাক্স প্রদান করতে বাধ্য হচ্ছেন। এ ব্যাপারে পাটিয়াডাঙ্গী বাজারের ফেয়ার প্রাইস ডিলার শাহিনুর রহমান জানান, তিনি চেয়ারম্যানকে ট্যাক্স আদায়ে সহযোগিতা করছেন মাত্র।
×