ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে চোর সন্দেহে পিটুনি ॥ যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০১৮

রাজশাহীতে চোর সন্দেহে পিটুনি ॥ যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে চোর সন্দেহে গণপিটুনি দেয়ায় ক্ষোভে বিষপানে আত্মহত্যা করেছে এক যুবক। শুক্রবার দিবাগত রাতে নগরীর পশ্চিম বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম রাশেল হোসেন (২৪)। সে ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ১১টার দিকে নগরীর পশ্চিম বুধপাড়া এলাকার আবুল কালাম আজাদের বাড়িতে প্রবেশ করেন একই এলাকার যুবক রাশেল। এ সময় আজাদের বাড়ির লোকজন তাকে ধরে ফেলে। পরে আজাদের ছেলে নওসাদ, সাজ্জাদ, বুলবুল ও প্রতিবেশী জামাল উদ্দিন এবং তার ছেলে মুক্তা মিলে রাশেলকে গণপিটুনি দেয়। এ ঘটনার পরে রাশেলকে তার স্ত্রী আলেয়া বেগম ও বাবা আব্দুর রশিদকে ডেকে তাদের কাছে তুলে দেয়া হয়। পরে রাশেলকে তারা বাড়িতে নিয়ে যান। ওই রাতেই রাশেল বিষপান করে। এর পর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। রাশেলের স্ত্রী আলেয়া বেগম জানান, মারপিটের কারণে তার স্বামী রাশেল গুরুতর আহত হয়ে পড়েন। কোন কথাও বলতে পারছিলেন না। একটু পরে রাশেল আরও অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। পরে বিষপানের বিষয়টি জানাজানি হয়। এদিকে রাশেলের শ্বশুর আলমগীর হোসেন জানান, চোর সন্দেহে রাশেলকে মারপিট করে মুখ বিষ ঢেলে দেয়া হয়েছে। এতেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনার তারা বিচারও দাবি করেন। নগরীর মতিহার থানার ওসি শাহাদত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পরে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।
×