ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে কোনভাবেই মুছে ফেলা যাবে না ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০১৮

বঙ্গবন্ধুকে কোনভাবেই মুছে ফেলা যাবে না ॥ নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন ‘মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুকে কোনভাবেই মুছে ফেলা যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ফুঁ দিয়ে উড়িয়ে দেয়ার কথা চিন্তা করা একেবারেই অবান্তর। শনিবার বেলা সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি ডাকবাংলোতে জাতীয় নদী রক্ষা কমিশন ও সিলেট জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত সিলেট জেলাধীন জাফলং ও তামাবিল এলাকার নদ-নদী দখল, পানি ও পরিবেশ দূষণ প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী বলেন, খালেদা জিয়ার কাছে কোন সময় এদেশের মানুষ নিরাপদ নয়। খালেদা জিয়া যখন দায়িত্বে এসেছিল তখন গার্মেন্টস শ্রমিক ও শ্রমজীবী মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। শেখ হাসিনার নেতৃত্বে এদেশের শিক্ষা, খাদ্য, বস্ত্রসহ স্বয়ং-সম্পূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, সিলেটের কৃষি অধিদফতরের পরিচালক আবুল হোসেন প্রমুখ।
×