ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় সাংবাদিক আলাউদ্দীন হত্যার দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৬:৫২, ১৬ সেপ্টেম্বর ২০১৮

সাতক্ষীরায় সাংবাদিক আলাউদ্দীন হত্যার দ্রুত বিচার দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ দৈনিক পত্রদূত সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীন হত্যাকারীদের দ্রুত বিচার ও খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে স ম আলাউদ্দীন হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটি এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে বক্তব্য রাখেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশারফ হোসেন মশুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, আলাউদ্দীন কন্যা জেলা মাহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেজুতি, বাসদের আজাদ হোসেন বেলাল, জেএসডির সুধাংশু শেখর সরকার, জাসদের ওবায়দুস সুলতান বাবলু, সিপিবির আবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, সদর উপজেলা জাতীয় পার্টির আনোয়ার জাহিদ তপন, শেখ আনছার আলী সৈয়দ ইখতেকার আলী প্রমুখ। বক্তারা বলেন, ১৯৯৬ সালের ১৯ জুন নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় ঘাতকদের গুলিতে নিহত হন দৈনিক পত্রদূত সম্পাদক স ম আলাউদ্দিন।
×