ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার গ্রেফতারের পরও বহাল

প্রকাশিত: ০৬:৫২, ১৬ সেপ্টেম্বর ২০১৮

ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার গ্রেফতারের পরও বহাল

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৫ সেপ্টেম্বর ॥ দুদকের হাতে আটঘরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার ঘুষসহ গ্রেফতারের ২ মাস পার হলেও তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়নি। তিনি জামিন নিয়ে কয়েক দিন অফিস করার পর ছুটিতে থাকলেও গত সোমবার থেকে নিয়মিত অফিস করছেন। দুদক সচিব সংশ্লিষ্ট বিভাগে তাকে সাময়িক বরখাস্তের চিঠি পাঠালেও তা পালন করা হয়নি। অন্যদিকে দুদক ষড়যন্ত্রমূলকভাবে সাব-রেজিস্ট্রারকে গ্রেফতার করেছে এ প্রমাণ করতে একটি মহল নানা প্রক্রিয়া চালাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত ১০ জুলাই আটঘরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার ইসরাত জাহানকে ঘুষের টাকাসহ তার অফিস থেকে দুদক গ্রেফতার করে। সাব-রেজিস্ট্রারের সঙ্গে মহরারকেও গ্রেফতার করা হয়। পরদিন জামিন নিয়ে তিনি অফিস করতে থাকেন। এরপর ২৯ জুলাই দুদক প্রধান কার্যালয়ের সচিব ড. মোঃ শামসুল আরেফিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এক পত্রে ওই সাব-রেজিস্ট্রারকে বিএসআর পার্ট-১ এর ৭৩ বিধির নোট-২ অনুযায়ী সাময়িক বরখাস্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এরপর ৩০ জুলাই সাব-রেজিস্ট্রার ঢাকায় গিয়ে ছুটি নেন। দুদক সচিবের এ চিঠির পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। অন্যদিকে দুদক ষড়যন্ত্রমূলকভাবে ওই সাব-রেজিস্ট্রারকে ফাঁসিয়েছে এ প্রমাণ করতে একটি মহল নানা প্রক্রিয়া চালায় বলে সংশ্লিষ্টমহল জানিয়েছে। ওই সাব-রেজিস্ট্রারকে বাঁচাতে একই পেশার কয়েকজন নেতা বিপুল অঙ্কের ফান্ড সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদ্বির করছে বলে ওই সূত্রটি জানিয়েছে। এদিকে ঘুষের মামলায় সরকারী কর্মকর্তা জামিন নিয়ে কিভাবে অফিস করছেন এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
×