ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের ১১ দফা দাবি

প্রকাশিত: ০৬:৫২, ১৬ সেপ্টেম্বর ২০১৮

যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের ১১ দফা দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ। শনিবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন এবং পরে সাড়ে ১১টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচীতে সংগঠনের বাইরেও বৃহত্তর যশোরের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন ও বক্তব্য রেখে দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান। ১১ দফা দাবির মধ্যে রয়েছে, যশোর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ; নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোরে ৪টি অর্থনৈতিক জোন তৈরি; যশোরকে পৃথক বিভাগ ও সিটি কর্পোরেশন ঘোষণা ও বাস্তবায়ন; পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়; কৃষি বিশ্ববিদ্যালয়; প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়; লালন ও মধুসূদনের নামে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়; মহিলা ক্যাডেট কলেজ; নড়াইল ও ঝিনাইদহে মেডিক্যাল কলেজ স্থাপন; বেনাপোল স্থলবন্দর আধুনিকায়ন করতে হবে; দৌলদিয়া ও পাটুরিয়া ফেরিঘাটে পদ্মা টানেল অথবা পদ্মাসেতু নির্মাণ এবং দৌলদিয়া-যশোর- বেনাপোল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ; চার জেলায় আন্তঃজেলা রেল যোগাযোগ ও ঢাকা-খুলনা চলমান রুটে নতুন একটি রেল চালু এবং খুলনা থেকে কলকাতাগামী ট্রেন যশোর রেলস্টেশনে স্টপেজ প্রদান। এছাড়াও বৃহত্তর যশোরের চার জেলায় গ্যাস সরবরাহ, বৃহত্তর যশোরে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করতে হবে। যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণসহ এই ১১ দফা দাবিতে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দসহ যশোরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এক কাতারে এসে দাঁড়ান। শনিবার সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী শুরু হয়। এতে বক্তব্য দেন, বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের সভাপতি এ্যাডভোকেট এনামুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, কবি সাংবাদিক ফখরে আলম, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুণ-আর-রশিদ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, মাসুদুর রহমান প্রমুখ।
×