ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়াসার পানি জারে ভরে বিক্রি, ৫ কারখানায় অভিযান, ১০ জনের কারাদণ্ডে

প্রকাশিত: ০৬:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০১৮

ওয়াসার পানি জারে ভরে বিক্রি, ৫ কারখানায় অভিযান, ১০ জনের কারাদণ্ডে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাওরানবাজার, ফার্মগেট ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ৫টি অবৈধ পানির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালায় র‌্যাব। অভিযানে দুই প্রতিষ্ঠানের ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও তিনটি প্রতিষ্ঠান সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। সারওয়ার আলম জানান, নোংরা পরিবেশে কোন ধরনের প্রক্রিয়া ছাড়াই ওয়াসার পানি সরাসরি জারে ভরে বিক্রি করা হচ্ছিল। জীবাণুমুক্ত করার কোন প্রক্রিয়াই তারা অবলম্বন করেনি। যা ভোক্তা অধিকার আইনে দণ্ডনীয়। অভিযানে এসব অসঙ্গতি থাকায় ফার্মগেটের ফেইথ ড্রিংকিং ওয়াটার ও তেজগাঁওয়ের ভি ওয়াটারের মোট ১০ জনেক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
×