ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙ্গে মাইক্রো পানিতে চালক আহত

প্রকাশিত: ০৬:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০১৮

হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙ্গে মাইক্রো পানিতে চালক আহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে একটি মাইক্রোবাস লেকের পানিতে পড়ে গেছে। এতে মাইক্রোবাসের চালক আহত হয়েছেন। পরে আহত চালককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাতিরঝিল থানার ওসি জানান, শনিবার সকালে হাতিরঝিল পুলিশ প্লাজাসংলগ্ন এলাকায় ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রেলিং ভেঙ্গে লেকের পানিতে পড়ে যায়। পরে চালক দরজা খুলে বের হয়ে আসেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় মাইক্রোবাসে চালক ছাড়া কেউ ছিল না। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল হক জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের গাড়ি তোলার যন্ত্র ও এ্যাম্বুলেন্স পাঠানো হয়। পরে কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করে। এদিকে হাতিরঝিল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দাবি করেছে।
×