ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের কমিটি গঠন

প্রকাশিত: ০৬:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০১৮

স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করল মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শভিত্তিক সংগঠন। শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অনুষ্ঠিত এক সভায় ‘স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ’ নামে যাত্রা শুরু করেছে এ সংগঠন। সভায় সরকারী মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্প পরিচালক অধ্যাপক মোঃ নাসির উদ্দিন ও শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের (ডিআইএ) উপ-পরিচালক সৈয়দ জাফর আলীকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ৭ জনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক হলেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের যুগ্ম-পরিচালক বিপুল চন্দ্র সরকার, আরও আছেন, প্রফেসর জিয়াউল হক, কে এম কাওছার আলী, এস এম আমিরুল ইসলাম পলাশ, ড. মাহবুব সরফরাজ, মোঃ কাইয়ুম হোসেন এবং মোঃ মোসলেহ উদ্দিন। সদস্যদের মধ্যে রয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মোঃ জাকির হোসেন, জাকির হোসেন, মোঃ দেলোয়ার হোসেন ও চন্দ্র শেখর হালদার (মিল্টন)। ডিআইএ এর খন্দকার আশরাফুল আলম, ড. এনামুল হক, মনিরুল আলম মাসুম, মোঃ মনিরুল ইসলাম ও মোঃ মুকিত মিয়া, কারিগরি বোর্ডের বিজয় কুমার ঘোষ প্রমুখ। যাত্রীদের প্রতিনিধিত্ব ছাড়া সড়ক পরিবহন আইন পাস না করার দাবি স্টাফ রিপোর্টার ॥ দেশের সড়ক যোগাযোগ সেক্টরের প্রধানতম স্টেক হোল্ডার যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব না রেখে প্রস্তাবিত সড়ক পরিবহন আইন-২০১৮ পাস করা হলে এই আইন শুধুমাত্র পরিবহন মালিক ও শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করবে। দেশের ১৬ কোটি যাত্রী বঞ্চিত হবে দাবি করে এই আইনে যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে এই দাবি জানান।
×