ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন ১৬ হাজার টাকা নির্ধারণ করার দাবি

প্রকাশিত: ০৬:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০১৮

গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন ১৬ হাজার টাকা নির্ধারণ করার দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গার্মেন্টস শ্রমিকদের জন্য নিম্নœতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ এবং সংশোধিত শ্রম আইন-২০১৮ পাস করা থেকে বিরত থাকার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানানো হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশন সভাপতি রুহুল আমিন। বক্তব্যে বলা হয়, গার্মেন্টস শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি ১৬ হাজার এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। সে বিবেচনায় ইতোমধ্যে রাষ্ট্রায়াত্ত্ব শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। সে ক্ষেত্রে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা অত্যন্ত যৌক্তিক। সাংবাদিক সম্মেলনে বলা হয়, গার্মেন্টস শ্রমিকদের অবদানেই বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। কিন্তু এই গার্মেন্টস শ্রমিকরাই অবহেলার শিকার। ৮ হাজার টাকা মজুরি নির্ধারণের ঘোষণা শ্রমিকরা মেনে নিতে পারছে না। অভিযোগ করা হয়, শ্রম আইন সংশোধন নিয়ে সরকার-মালিক মিলে অপতৎপরতা শুরু করেছে। আইএলও এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে প্রভাবিত করতে সরকার ট্রেড ইউনিয়ন গঠনে ৩০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ করে প্রশংসা কুড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে, শ্রমিক স্বার্থবিরোধী নতুন নতুন ধারা ও উপধারা সংযোজনের মাধ্যমে শ্রমিক অধিকার বঞ্চিত করার চেষ্টা চলছে। শ্রমিক শ্রেণীর দাবি ছিল ২০১৩ সালের সংশোধনীতে নতুন করে দেয়া নিপীড়নমূলক ধারা বাতিল করা। কিন্তু প্রস্তাবিত সংশোধনীতে তা বাতিল তো হয়নিই, অধিকতর নিবর্তনমূলক ধারা সংযোজনের সুপারিশ করা হয়েছে। মৃত্যুজনিত ক্ষতিপূরণ দ্বিগুণ করার যে প্রস্তাব করা হয়েছে তা খুবই অযৌক্তিক। একজন শ্রমিকের জীবনের মূল্য মাত্র ২ লাখ টাকা হতে পারে না। সার্বিক বিষয়ে হস্তক্ষেপের জন্য সরকার প্রধানের কার্যকর উদ্যোগ দাবি করা হয়েছে। সংবাদ সম্মেলনে ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মোরশেদ আলম, হাসিনা আক্তার হাসি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×