ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন ছিল মানবেন্দ্র লারমার

প্রকাশিত: ০৬:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০১৮

শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন ছিল মানবেন্দ্র লারমার

স্টাফ রিপোর্টার ॥ মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন একাধারে শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও রাজনীতিবিদ। রাজনৈতিক আদর্শে অত্যন্ত সৎ ছিলেন। তিনি চেয়েছিলেন একটি আধুনিক সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক রাষ্ট্র। যে রাষ্ট্রে শোষণহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে দেশে ধনী গরীবের কোন ব্যবধান থাকবে না। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তার ছিল অকৃত্রিম ভালবাসা । শনিবার রাজধানীর বাংলামোটরে বিশ^ সাহিত্য কেন্দ্রে সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য মেইনথিন প্রমীলার সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিরি সহ-সভাপতি, সংসদ সদস্য ঊষাতন তালুকদার, ঐক্যন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. খায়রুল চৌধুরী, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী, কবি সাহিত্যিক ও বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। ‘তরুণ প্রজন্মের ভাবনায় এম এন লারমা’ শীর্ষক প্রারম্ভিক আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সতেজ চাকমা এবং এম এন লারমা স্মরণে গান পরিবেশন করেন এএলআরডির জান্নাত-ই ফেরদৌসী। আলোচনায় ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. খায়রুল চৌধুরী বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা পার্বত্য চট্টগ্রামের মানুষের আকাঙ্খাকে রাজনৈতিকভাবে মোকাবেলার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠন করেছিলেন । কিন্তু ১৯৭২ সালের সংবিধান জুম্ম জনগোষ্ঠীর স্বীকৃতি দিতে পারেনি। সৈয়দ আবুল মকসুদ বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন একজন অকপট, সরল মানুষ। তিনি চেয়েছিলেন একটি আধুনিক সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক রাষ্ট্র। যে রাষ্ট্রে শোষণহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে দেশে ধনী গরীবের কোন ব্যবধান থাকবেনা। তিনি ছিলেন একজন জাতীয় নেতা। পার্বত্য চট্টগ্রামের অধিকার হারা মানুষের কথার পাশাপাশি তিনি দেশের সমগ্র খেটে খাওয়া, মেহনতি, শ্রমজীবী মানুষের কথা বলে গেছেন। কবি ও সাংবাদিক সোহরাব হাসান বলেন, এম এন লারমা কেবল পার্বত্য চট্টগ্রামের নেতা নন, তিনি ছিলেন জাতীয় নেতা। তার জীবনাদর্শ, তার চেতনাকে স্মরণ করা সকলের দায়িত্ব। তিনি একটি মানবিক সমাজ চেয়েছিলেন যে সমাজে মানুষের মাঝে কোন বিভেদ ও বৈষম্য থাকবে না।
×