ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ্যামাজন প্রধানের ২০০ কোটি ডলারের দাতব্য তহবিল

প্রকাশিত: ০৬:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০১৮

এ্যামাজন প্রধানের ২০০ কোটি ডলারের দাতব্য তহবিল

এ্যামাজন প্রধান জেফ বেজোস দাতব্য তহবিলে ২০০ কোটি ডলার দিয়েছেন। ঘরহীন মানুষদের সহায়তার জন্য তিনি নিজেই এই তহবিল প্রতিষ্ঠা করেন। তার দান করা অর্থ দিয়ে ঘর ও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে। এই দানের বিষয়টি নিজেই জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস। এই দাতব্য প্রতিষ্ঠানকে ‘ডে ওয়ান ফান্ড’ নামে ডাকা হবে বলে জানান তিনি। বেজোস টুইট করেন, ডে ওয়ান ফান্ড তহবিল ঘরহীন পরিবারগুলোকে সহায়তা করবে এবং নিম্ন আয়ের মানুষদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে। এ্যামাজন প্রধানকে নিয়ে নানা ধরনের সমালোচনা রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হলো মানবকল্যাণে উল্লখযোগ্য স কোন কাজ না করা। অবশ্য এবার তার সেই সমালোচনা ঘুচতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, বেজোস ১৯৯৪ সালে এ্যামাজন চালু করেন। এই প্রতিষ্ঠানটিই পৃথিবীর ইতিহাসে ট্রিলিয়ন ডলার দামে পৌঁছানো প্রথম প্রতিষ্ঠান। পরবর্তীতে এই ক্লাবে নাম ওঠে এ্যাপলের। -অর্থনৈতিক রিপোর্টার
×