ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের (বিজেএ) বার্ষিক সাধারণ সভা ও নবগঠিত দ্বি-বার্ষিক কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জে চাষাঢ়া (বিজেএ) অফিসের সম্মেলন কক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভুইয়া ও ভাইস চেয়ারম্যান মোঃ কুতুবউদ্দিনসহ সংগঠনের উর্ধতন কর্মকর্তারা। এছাড়া বার্ষিক সাধারণ সভায় দেশের বিভিন্ন জেলার পাট ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ সৈয়দ আলী বলেন, অচল জুট এ্যাসোসিয়েশনকে আমরা সচল করেছি। তিনি বলেন, বিজেএ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছে। সারাদেশে জুট এ্যাসোসিয়েশনের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। পাটের অতীত গৌরব ফিরিয়ে আনার জন্য কাজ করছে। তিনি সরকারের কাছে পাট ব্যবসায়ীদের বকেয়া পাওনা টাকা দ্রুত পরিশোধ করার দাবি জানান। তিনি বলেন, একই সঙ্গে নিরবচ্ছিন্ন পাট রফতানি সচল রাখার জন্য সরকারের সহযোগিতা দাবি জানান।
×