ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এসডিজি বাস্তবায়নে কাজ করবে এফবিসিসিআই

প্রকাশিত: ০৬:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০১৮

এসডিজি বাস্তবায়নে কাজ করবে এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের বেসরকারী খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে এফবিসিসিআই তার সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের কার্যক্রম আরও বহুমুখী ও শক্তিশালী করার লক্ষ্যে সংগঠনের সকল সদস্য সংস্থাকে সম্পৃক্ত করে কাজ শুরু করেছে। এছাড়াও এফবিসিসিআই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সফলভাবে অর্জনের লক্ষ্যে বেসরকারী খাতের প্রতিনিধি হিসেবে যথাযথ ভূমিকা পালনের উদ্যোগ নিয়েছে। দেশের শিল্প ও বাণিজ্য সম্পর্কিত নানা বিষয় এবং বিনিয়োগ সম্ভাবনাগুলো নিয়ে আলোচনার জন্য এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম সম্প্রতি রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলার ১৭টি জেলা চেম্বার এবং ওই সকল জেলার ট্রেড এ্যাসোসিয়েশনগুলো সফর করেন। তার এই দীর্ঘ সফরকালে সঙ্গী ছিলেন এফবিসিসিআইয়ের কয়েকজন পরিচালক। উল্লেখ্য, বর্তমানে এফবিসিসিআইয়ের চেম্বার খাত থেকে ৮২টি এবং এ্যাসোসিয়েশন খাত থেকে মোট ৩৯১টি সদস্য রয়েছে। শেখ ফজলে ফাহিম জেলা চেম্বারগুলোর সংগঠন ‘কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টস’-এরও সভাপতি। প্রধানমন্ত্রীর ২০২১ ও ২০৪১ রাজনৈতিক ও অর্থনৈতিক ভিশন সামনে রেখে এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে অভিযাত্রা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারী খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এফবিসিসিআই বিশ্বাস করে।
×