ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসইর পিই রেশিও কমেছে

প্রকাশিত: ০৬:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০১৮

ডিএসইর পিই রেশিও কমেছে

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে দশমিক ৩২ পয়েন্ট বা ২ দশমিক ৩ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫.৪২ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৫.৭৪ পয়েন্ট। বিশ্লেষকদের মতে, পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ থাকে। সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪২ পয়েন্টে, সিরামিক খাতের ২৬.৭ পয়েন্টে, প্রকৌশল খাতের ২০.৭ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৩.৮ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুত খাতে ১৫.৬ পয়েন্টে, সাধারণ বীমা খাতে ১১.৩ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ২২.২ পয়েন্টে। -অর্থনৈতিক রিপোর্টার আবারও এজিএম স্থগিত করেছে ফার্স্ট ফিন্যান্স আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফিন্যান্স লিমিটেডের ২৪ ও ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোম্পানিটি উচ্চ আদালত থেকে অনুমতি না পাওয়ায় এজিএম স্থগিত করেছে। আদলত থেকে অনুমতি পাওয়ার পর কোম্পানিটি এজিএমের নতুন তারিখ, সময় ও ভেন্যু জানাবে। এছাড়া এজিএমের রেকর্ড ডেট ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার
×