ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রাইম ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত: ০৬:৩৪, ১৬ সেপ্টেম্বর ২০১৮

প্রাইম ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের উদ্যোক্তা খন্দকার মোহাম্মদ খালেদ নিজ কোম্পানির ২৫ লাখ শেয়ার বিদ্যমান বাজার দরে বিক্রির ঘোষণা দিয়েছেন। কোম্পানিটিতে তার ধারণকৃত শেয়ারের পরিমাণ ২ কোটি ৯০ লাখ ৭ হাজার ৪১৫টি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার বিক্রির এ প্রক্রিয়া সম্পন্ন হবে। এদিকে, হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন ’১৮) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৭৮ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ’১৮ ) কোম্পানিটির ইপিস দাঁড়িয়েছে ৪০ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৭ পয়সা। ৩০ জুন এ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২১ টাকা ৯৩ পয়সায়। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৭ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশও দিয়েছে প্রাইম ব্যাংক। গেল বছর কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৮ পয়সা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রাইম ব্যাংক। সে হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয় ২ টাকা ১৩ পয়সা। ২০১৫ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ব্যাংকটি। ২০১৪ হিসাব বছরের জন্যও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন এর শেয়ারহোল্ডাররা।
×