ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন সাংবাদিকের মুক্তি

প্রকাশিত: ০৬:৩২, ১৬ সেপ্টেম্বর ২০১৮

তিন সাংবাদিকের মুক্তি

ভেনিজুয়েলার সেনাবাহিনী দুই ব্রিটিশ ও এক আর্জেন্টাইন সাংবাদিককে আটক করার আট ঘণ্টা পর শুক্রবার রাতে তাদের ছেড়ে দিয়েছে। জাতীয় প্রেস ইউনিয়ন (এসএনটিপি) এক টুইট বার্তায় জানায়, আর্জেন্টাইন সাংবাদিক লউরা সারাভিয়াসহ ব্রিটিশ সাংবাদিক বার্নেই গ্রিন ও ড্যান রিভার্সকে কারাগারে আটক রাখা হয়েছিল। দেশটির পর্যটনের ওপর তিনদিন রিপোর্ট করার পর দেশত্যাগ করার সময় তাদের আটক করা হয় -আউটলুক ইন্ডিয়া বরফ যুগের জীবনের খোঁজ কানাডার উত্তরাঞ্চলে পাওয়া নেকড়ে কুকুর ও কারিবুর দেহাবশেষে ৫০ হাজার বছর আগেকার বরফ যুগে ওই এলাকার জীবনযাত্রা সম্বন্ধে সম্যক ধারণা পাওয়া যেতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা। উদ্ধারের সময়ও মমিতে পরিণত হওয়া প্রাণী দুটোর চুল, চামড়া ও পেশির টিস্যু অক্ষত ছিল। ২০১৬ সালে খনি শ্রমিকরা কুকুর ও কারিবুর দেহাবশেষের সন্ধান পান। গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য পরে এগুলো জীবাশ্মবিদদের কাছে হস্তান্তর করা হয়- বিবিসি
×