ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভুটানে সাধারণ নির্বাচনে প্রথম দফা ভোট

প্রকাশিত: ০৬:৩২, ১৬ সেপ্টেম্বর ২০১৮

ভুটানে সাধারণ নির্বাচনে প্রথম দফা ভোট

ভুটানে শনিবার প্রথম দফার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ‘ল্যান্ড অব দ্য থান্ডার ড্রাগন’ হিসেবে পরিচিত দেশটিতে এই নিয়ে মাত্র তিন বার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুটি শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও চীনের মাঝখানে হিমালয়ের পাদদেশে দেশটির অবস্থান। আগামী ১৮ অক্টোরব দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর এএফপির। আশা করা হচ্ছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেরিং তোবগেই (৫২) আবারও দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসবেন। কিন্তু তার দল পিপল’স ডেমোক্র্যাটিক পার্টিকে (পিডিপি) প্রধান প্রতিপক্ষ ২০০৮ সালে অনুষ্ঠিত ভুটানের প্রথম নির্বাচনে বিজয়ী দল ড্রুক ফুয়েনসুম শোগপা (ডিপিটি) ও অপর দুটি দলের কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আট লাখ জনসংখ্যা অধ্যুষিত ভুটানে টেলিভিশন এসেছে ১৯৯৯ সালে এবং মাত্র ২০০৮ সালে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বিশ্বের শীর্ষ অশোধিত তেল উত্তোলনকারী এখন যুক্তরাষ্ট্র রাশিয়া ও সৌদি আরবকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারীর স্থানটি দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। ১৯৭৩ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্র ওই অবস্থানে গেল। বুধবার মার্কিন এনার্জি ডিপার্টমেন্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। সিএনএন। মার্কিন অশোধিত তেলের প্রধান উত্তোলন কেন্দ্র টেক্সাস। পশ্চিম টেক্সাসের পারমিয়ান বেসিনে তেল উৎপাদন এত বৃদ্ধি পেয়েছে যে, ফেব্রুয়ারিতেই যুক্তরাষ্ট্র সৌদি আরবকে পেছনে ফেলে। মূলত জুন এবং আগস্টে যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এর ফলে ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো রাশিয়াকে পেছনে ফেলেছে তারা। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, ২০১৯ সালেও রাশিয়া এবং সৌদি আরবের চেয়ে বেশি তেল উৎপাদন করে এগিয়ে থাকবে তারা।
×