ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চাপ নেই ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৬:৩২, ১৬ সেপ্টেম্বর ২০১৮

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চাপ নেই ॥ ট্রাম্প

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে ওয়াশিংটন কোন ধরনের চাপ অনুভব করছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেজিংয়ের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের আগে দুই দেশের মধ্যে আলোচনা শুরুর সম্ভাবনার মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য এলো। বিবিসি। চীনের সঙ্গে চুক্তি করতে আমাদের ওপর কোন চাপ নেই, আমাদের সঙ্গে চুক্তি করতে তাদের ওপর চাপ আছে। আমাদের বাজার বাড়ছে, তাদেরটা নামছে, টুইটারে বৃহস্পতিবার এমনটাই বলেন মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছর বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের ৫০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যে শুল্ক বসিয়ে বাণিজ্য যুদ্ধের সূচনা করে, যার মাধ্যমে দশকের পর দশক ধরে দেশ দুটির মধ্যে যে মুক্ত বাণিজ্য ব্যবস্থা বহাল ছিল তাতে ছেদ ঘটে। ওয়াশিংটন আর বেজিংয়ের এ পাল্টাপাল্টি শুল্ক দুই দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি অটোমোবাইলসহ বিভিন্ন খাতের অসংখ্য কোম্পানির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও ভাষ্য পর্যবেক্ষকদের। গত সপ্তাহে দেয়া হুঁশিয়ারিতে ট্রাম্প আরও ২০০ বিলিয়ন ডলার মূল্যের চীনা পণ্যে শীঘ্রই শুল্ক আরোপ করা হচ্ছে বলে জানিয়েছিলেন, এর বাইরে আরও ২৬৭ বিলিয়ন ডলার মূল্যের পণ্যে স্বল্প সময়ের ব্যবধানেই শুল্ক বসানো হবে, বলেছিলেন তিনি।
×