ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে লুলা মনোনীত প্রার্থীর জনসমর্থন বেড়েছে

প্রকাশিত: ০৬:৩০, ১৬ সেপ্টেম্বর ২০১৮

ব্রাজিলে লুলা মনোনীত প্রার্থীর জনসমর্থন বেড়েছে

ব্রাাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট পদপ্রার্থী জাইর বোলসোনারো এখনও হাসাপাতালের আইসিইউতে। তিনি সম্প্রতি ছুরিকাহত হয়েছেন। শুক্রবার করা জনমত জরিপে দেখা গেছে, প্রথম রাউন্ড নির্বাচনে তার দল সুবিধাজনক অবস্থানে আছে। একইসঙ্গে এগিয়েছে প্রতিদ্বন্দ্বী বামপন্থী ওয়ার্কার্স পার্টি (পিটি)। ইয়াহু নিউজ। জনমত জরিপে দেখা গেছে বোলসোনারোর প্রতি জনসমর্থন ২৬ শতাংশ। এটি গত সপ্তাহের চেয়ে দুই পয়েন্ট বেশি, ফোলহা ডি এসপাওলো সংবাদপত্রে জরিপের ফল প্রকাশিত হয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী পিটি দলের প্রধান ও সাও পাওলো শহরের সাবেক মেয়র ফার্নান্দো হাদাদের প্রতি জনসমর্থন ৪ পয়েন্ট বেড়ে ১৩ শতাংশ হয়েছে। বোলসোনারো এ মাসের ৬ তারিখ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইসে নির্বাচনী প্রচারের সময় কর্মী সমর্থকদের ভিড়ের মধ্যেই ছুরির আঘাতে আহত হন। তিনি বর্ণবাদী ও বিতর্কিত নানা বক্তব্যের জন্য সমালোচিত হলেও সম্প্রতি জনমত জরিপগুলোতে তার অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, বোলসোনারোর পেটের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়েছে। শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন। বোলসোনারোর ওপর হামলা দেশটির নির্বাচনী হিসাব নিকাশ জটিল করে তুলে। জরিপে প্রত্যাখাত হওয়ার হিসাবও দেয়া হয়েছে। এক্ষেত্রে বোলসোনারো ৪৪ শতাংশ এবং হাদাদ ২৬ শতাংশ। তিন দশকের মধ্যে এবারই নির্বাচনের ফল নিয়ে আগে থেকে কিছু বলা যাচ্ছে না। সাবেক প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে এখন জেলে আছেন। তাই তিনি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। পিটি দলের প্রধান হাদাদ তারই মনোনীত প্রার্থী। গত সপ্তাহে লুলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। জেলখানা থেকে সমর্থকদের উদ্দেশে লেখা এক চিঠিতে নিজের প্রার্থিতা তুলে নেয়ার কথা জানান লুলা। তিনি ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। ওই সময় তার শিক্ষামন্ত্রী ছিলেন হাদাদ। তিনি ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্রাজিলের সবচেয়ে জনবহুল শহর সাও পাওলোর মেয়র ছিলেন। ছুরি হামলার পর থেকে ৬৩ বছর বয়সী বোলসোনারোর জনপ্রিয়তা বেড়েছে বলে জনমত জরিপগুলোতে ইঙ্গিত পাওয়া গেছে। ৭ অক্টোবর প্রথম দফার নির্বাচনে তিনি এগিয়ে থাকবেন বলে মনে করা হচ্ছে। ওয়ার্কার্স পার্টি অবশ্য আশা করছে দ্বিতীয় দফার ভোটে হাদাদই জিতবেন। ২৮ অক্টোবর দ্বিতীয় দফা ভোট হবে। পিটি সমর্থকদের মধ্যে তাই হাদাদকে নিয়ে আশা বাড়ছে।
×