ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৌদি জোটের গোলাবর্ষণ ও বিমান হামলা ॥ জাতিসংঘের উদ্বেগ

ইয়েমেনে হুদাইদায় ত্রাণ কার্যক্রম বন্ধের পথে

প্রকাশিত: ০৬:৩০, ১৬ সেপ্টেম্বর ২০১৮

ইয়েমেনে হুদাইদায় ত্রাণ কার্যক্রম বন্ধের পথে

জাতিসংঘ শুক্রবার সতর্কতা উচ্চারণ করে বলেছে যে, ইয়েমেনের হুদাইদা প্রদেশে মানবিক ত্রাণকর্মী ও অবকাঠামো লক্ষ্য করে গোলাবর্ষণ ও বিমান হামলা চালানো হচ্ছে এবং অত্যন্ত ক্ষুধার্ত ৩৫ লাখ মানুষের কাছে সংস্থার খাদ্য পৌঁছে দেয়ার সামর্থ্য হুমকির মুখে পড়েছে। খবর এএফপির। বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) বলেছে, সংস্থা হোদেইদা শহরে ও আশপাশে গত কয়েক দিনের বেশ কিছু নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সংস্থা পরিস্থিতিকে বিপদাশঙ্কাপূর্ণ বলে উল্লেখ করেছে। ডব্লিউএফপি সতর্কতা উচ্চারণ করে বলেছে যে, সংঘাতের কারণে স্থানগুলোতে ত্রাণ তৎপরতা অব্যাহত রাখার হুমকি হয়ে দেখা দিয়েছে। বিদ্রোহীদের অধিকৃত এ বন্দর শহরটির কাছে সম্প্রতি বেশ কিছু লড়াই সংঘটিত হয়েছে। জাতিসংঘ বলেছে, হুদাইদা প্রদেশে সাধারণ মানুষ খাদ্য, পানি ও ওষুধের তীব্র সঙ্কটে পড়েছে। ডব্লিউএফপি আগস্টে বলেছে, সংস্থা প্রদেশে প্রায় ৯ লাখ বাসিন্দার মধ্যে প্রায় ৭ লাখ মানুষকে খাদ্য সাহায্য দিয়েছে। সংস্থার মুখপাত্র হার্ভ ভেরহুসেল নিন্দা প্রকাশ করে বলেছেন, বুধবার থেকে বেশ কিছু নিরাপত্তা বিষয়ক ঘটনার রিপোর্ট পাওয়া গেছে। রেড সিমিল মাইলসেও এ বিষয়ক ঘটনা ঘটেছে। ইয়েমেনে মাসে সংস্থার প্রয়োজনীয় গমের এক চতুর্থাংশ গম এ মিল থেকে সরবরাহ করা হয়। ভেরহুসেল জেনেভায় সাংবাদিকদের বলেন, আগামী ১০ দিনের মধ্যে ৪৬ হাজার টন গম পৌঁছানোর কথা রয়েছে। কিন্তু চলমান সংঘর্ষের কারণে এ শিপমেন্ট বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। তিনি সতর্কতা উচ্চারণ করে বলেন, মিলটির কাছাকাছি এলাকায় সংঘাতের কারণে ইয়েমেনের উত্তর ও মধ্যাঞ্চলে ক্ষুধার্ত ৩৫ লাখ মানুষের কাছে খাদ্য পৌঁছে দেয়ার সামর্থ্য আমাদের নাও থাকতে পারে। তিনি বলেন, কোন অজ্ঞাত সশস্ত্র গ্রুপের মর্টারের গোলায় হুদাইদা শহরে ডব্লিউএফপিয়ের একটি গুদামেও আঘাত হেনেছে এবং ওই হামলায় গুদামের একজন প্রহরী আহত হয়েছেন। মুখপাত্র বলেন, ডব্লিউএফপির অফিস ও বাড়িগুলোর সন্নিকটেও লড়াই চলছে বলে সংবাদে বলা হয়েছে। তিনি বলেন, হুদাইদা শহরে বর্তমানে কর্মরত ডব্লিউএফপির ৩৩ জন স্টাফের নিরাপত্তার জন্য একটা মীমাংসায় পৌঁছাবার সম্ভাবনা রয়েছে। ক্ষুধার্ত ইয়েমেনীদের দুর্ভোগ লাঘবের জন্য এ কর্মীরা রাত দিন কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আমাদের এ কর্মীদের নিরাপত্তার জন্য সংস্থা সম্ভাব্য সবকিছু করছে। সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সালে ইয়েমেন সরকারের সমর্থনে লড়াইয়ে হস্তক্ষেপ করার পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোক নিহত হয়েছে।
×