ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টির নির্বাচনী ক্যাম্পেন ১৮-১৯ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৬:১০, ১৬ সেপ্টেম্বর ২০১৮

জাতীয় পার্টির নির্বাচনী ক্যাম্পেন ১৮-১৯ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় নির্বাচনে সরকার গঠনের উদ্দেশ্যে প্রণীত কর্মসূচী নিয়ে আলোচনা পর্যালোচনা শুরু করতে যাচ্ছে বিরোধী দল জাতীয় পার্টি। এ লক্ষ্যে আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর দুই দিনব্যাপী রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় (এক্সপো জোন) প্রতিদিন বেলা ১১টা থেকে নির্বাচনী ক্যাম্পেনের প্রারম্ভিক অনুষ্ঠানের আয়োজন করেছে দলটি। শনিবার গণমাধ্যমে পাঠানো এ সংক্রান্ত বার্তায় এরশাদ বলেন, জাতীয় পার্টি বাংলাদেশের ইতিহাসের অংশ। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি দেশের বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। প্রতিটি জাতীয় নির্বাচনের ন্যায় এবারও জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনকে মাথায় রেখে নির্বাচনী কর্মসূচী প্রণয়ন করেছে। ৯ বছরের সরকার পরিচালনার সাফল্যের অভিজ্ঞতা নিয়ে জাতীয় পার্টি আগামীতে আবার সরকার গঠনের প্রত্যাশা করে। প্রয়োজনীয় ও করণীয় ॥ নির্বাচনী ক্যাম্পেনের প্রারম্ভিক অনুষ্ঠানে প্রত্যেক জেলা থেকে কমপক্ষে ১০ জন প্রতিনিধি অংশ নিতে পারবে। এছাড়া উপজেলা, পৌরসভা, মহানগর, থানা সমূহের সভাপতি/ সাধারণ সম্পাদকের উপস্থিতি, প্রেসিডিয়াম সদস্য থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দের অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বে রেজিস্ট্রেশন এবং স্মার্ট কার্ড ব্যতিরেকে অনুষ্ঠানে প্রবেশ করা সম্ভব নয়। রেজিস্ট্রেশন করার স্থানসমূহ ঃ বনানীয় চেয়ারম্যানের কার্যালয়। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত, কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় ঃ বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়াও অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন : িি.িৎবম.লধঢ়ধসববঃরহম.পড়স, স্মার্ট কার্ড সংগ্রহ করতে রেজিস্ট্রেশনপত্র অবশ্যই সঙ্গে থাকতে হবে। আজ সুনামগঞ্জ যাচ্ছেন এরশাদ ॥ আজ ১৬ সেপ্টেম্বর রবিবার সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বেলা ১১টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্স হেলিপ্যাডে হেলিকপ্টারে অবতরণ করবেন তিনি। দুপুর ১২টায় সুনামগঞ্জ জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরশাদের সফর সঙ্গী হিসেবে থাকবেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, মেজর (অব) খালেদ আখতার। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এক আদেশে দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে আব্দুস সাত্তার মিয়াকে সভাপতি এবং মোঃ জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ১৫৮ সদস্য বিশিষ্ট গাজীপুর মহানগর কমিটি অনুমোদন করেছেন।
×