ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যমুনায় পানি বৃদ্ধির সঙ্গে বাড়ছে ভাঙ্গনও

প্রকাশিত: ০৬:০১, ১৬ সেপ্টেম্বর ২০১৮

যমুনায় পানি বৃদ্ধির সঙ্গে বাড়ছে ভাঙ্গনও

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের কাছে যমুনা নদীর পানি বাড়ছে। একই সঙ্গে যমুনায় ভাঙ্গনও শুরু হযেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর প্রবল বৃষ্টিপাতে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। পানি বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে কাজিপুরের বিভিন্ন স্থানে ভাঙ্গনও শুরু হয়েছে। কাজিপুর উপজেলার শুভগাছা, কাজিপুর সদর, মাইজবাড়ী, খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুরনগর ইউনিয়নের যমুনা তীরবর্তী এলাকা ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। প্রতিদিন গড়ে ৩-৫ মিটার এলাকা নদীতে বিলীন হচ্ছে। ঘরবাড়িসহ আবাদি জমিও যমুনায় বিলীন হচ্ছে। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম পানি বৃদ্ধির সঙ্গে ভাঙ্গন প্রবণতার বিষয়টি নিশ্চিত করেন। এক সপ্তাহের ব্যবধানে দেড় শতাধিক ঘরবাড়ি, কয়েক শ’ হেক্টর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে পাটাগ্রাম সলিডম্পার ও ডিগ্রী তেকানী সরকারী প্রাথমিক বিদ্যালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙ্গনের ভয়াবহতার কথা উল্লেখ করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, পাটাগ্রাম এলাকায় যমুনার ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ডাম্পিং শুরু হয়েছে। ভাঙ্গন এলাকার স্থান যেন বৃদ্ধি না হয় সেজন্য মনিটরিং অব্যাহত রয়েছে। যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গন শুরু হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্র ব্যবস্থা গ্রহণ করা হবে।
×