ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাঁটতে সহায়তা করবে স্মার্ট প্যান্ট

প্রকাশিত: ০৬:০০, ১৬ সেপ্টেম্বর ২০১৮

হাঁটতে সহায়তা করবে স্মার্ট প্যান্ট

বৃদ্ধ ও যেসব শারীরিক প্রতিবন্ধী একা একা হাঁটতে পারেন না তাদের জন্য সুখবর। এসব লোকও এখন কারও সাহায্য ছাড়াই মনের আনন্দে হাঁটতে পারবেন। ব্রিটেনের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন এক রোবটিক প্যান্ট তৈরি করেছেন যেটি নিশ্চল মানুষকে হাঁটতে সহায়তা করবে। এই গবেষণা দলের নেতৃত্বে ছিলেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাথন রসিটার। সম্প্রতি ব্রিটেনে এক প্রদর্শনীতে তার এই আবিষ্কার প্রথমবারের মতো মানুষের সামনে আনা হয়। সংবাদ সম্মেলনে জনাথন রসিটার বলেন, আগামী ২০৪৫ সাল নাগাদ ব্রিটেনে ৬৫ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়াবে মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। আর স্ট্রোকজনিত কারণে ব্রিটেনে বর্তমানে প্রায় ১২ লাখ লোক চলাচলের শক্তি হারিয়েছে। আমরা মূলত এসব লোকের কথা মাথায় রেখে এই রোবটিক প্যান্ট আবিষ্কারে হাত দেই। ইপিএসআরসি নামক এক ব্রিটিশ প্রতিষ্ঠান এ গবেষণার সকল অর্থের যোগান দিয়েছে। আগামী ১০ বছরের মধ্যে এই স্মার্ট প্যান্ট মানুষের ব্যবহারের জন্য বাজারে ছাড়া হতে পারে। -বিবিসি অবলম্বনে
×