ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করে বিএনপি নিজেদের দেউলিয়া প্রমাণ করেছে ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০১৮

জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করে বিএনপি নিজেদের দেউলিয়া প্রমাণ করেছে ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করে বিএনপি নিজেদের দেউলিয়া দল হিসেবে প্রমাণ করেছে। একই সঙ্গে বিদেশীদের কাছে নালিশ করে তারা দেশ ও জনগণকে অসম্মান করেছে। এটা বিএনপির সঙ্কীর্ণ মানসিকতার পরিচয়। আর দেশের মানুষ ভোট না দিলে কোন বিদেশী প্রভু বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে না। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচাররোধ ও আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরতে দলটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির ওয়েবসাইট (িি.িংঃংপ.ধষনফ.ড়ৎম) উদ্বোধন করা হয়। বিএনপি জামায়াত জাতীয় নির্বাচনের আগে অবৈধ পন্থা অবলম্বন করবে আর অপপ্রচার করে সরকারকে বেকায়দায় ফেলতে চাইবে বলে আশঙ্কা ক্ষমতাসীনদের। এই ষড়যন্ত্র প্রতিরোধের সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরতেই এই ওয়েবসাইট কাজ করবে। দলের কেন্দ্রীয়, জেলা, উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকগণ এই সাইটে যুক্ত থাকবেন। ওবায়দুল কাদের বলেন, জোর করে ক্ষমতায় থাকার অশুভ মতলব আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগের ইতিহাস কখনও ষড়যন্ত্রের নয়। আমাদের নেত্রীতো বলেই দিয়েছেন, জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকব, না দিলে নয়। জোর করে ক্ষমতায় থাকার ইচ্ছা আওয়ামী লীগের নেই। আর দেশের মানুষ ভোট না দিলে কোন বিদেশী প্রভু বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে না। তিনি বলেন, শেখ হাসিনার স্বপ্ন নেক্সট জেনারেশন, এদের (বিএনপি) স্বপ্ন নেক্সট ইলেকশন। বিএনপি ক্ষমতা ছাড়া এরা কিছুই বুঝে না। বিএনপি নামক দলটি ও তাদের দোসররা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করে। ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশে করে বলেন, আপনারা বাংলাদেশের রাজনীতি করেন, দেশের গণতন্ত্র নিয়ে আপনাদের কোন নালিশ থাকলে আপনার জনগণের কাছে নালিশ করুন। ভোট দেবে জনগণ, বিদেশীরা কি ক্ষমতায় বসাবে? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, কোন বিদেশী শক্তি দেশে কাউকে ক্ষমতায় বসাতে পারবে না। জনগণের প্রতি আস্থা থাকলে বিএনপির নেতারা বিদেশে গিয়ে নালিশ করে দেশকে ছোট করার মতো ছোট মানসিকতার পরিচয় দিতে পারতেন না। দেশের পরিস্থিতি নিয়ে বিএনপি’র কাছে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশ কি জিম্বাবুয়ে, এই দেশ কি ইয়েমেন, এই দেশ কি আফগানিস্তান, এই দেশ কি সোমালিয়া এই দেশ কি সুদান এই দেশে কি কঙ্গো এই দেশ কি সিরিয়ার মতো যুদ্ধ বিধ্বস্ত যে, এই দেশকে নিয়ে নালিশ করতে হবে? দেশকে কেন ছোট করতে হবে? তিনি আরও বলেন, দেউলিয়াপনার পরাকাষ্ঠা যখন কোনো রাজনৈতিক দল প্রদর্শন করে, দেশকে ছোট করে জনগণের আস্থা হারিয়ে জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করে আসছে- তাহলে বিএনপি কত দেউলিয়া দল! কথায় কথায় নালিশ করে বিদেশে। দেশের জনগণের কাছে তো নালিশ করছেন-ই। নালিশ সত্য হলে জনগণ আপনাদের ভোট দেবে, আমাদের নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা যদি মনে করি ফেসবুক বন্ধ করলে সব ঠিক হয়ে যাবে, সেটা ঠিক নয়। এটার ভাল এবং খারাপ দুটো দিকই আছে। খারাপ দিকটার মোকাবেলা করতে হবে। তথ্য সৃষ্টি ও বণ্টন করতে হবে। সম্প্রতি দুটো আন্দোলনে (কোটা সংস্কার ও নিরাপদ সড়ক) যে অপপ্রচার হয়েছে, সে অপপ্রচারের মুখে আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যথাযথভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি। সাইবার হামলার কাউন্টার করতে পারিনি। এই অভিজ্ঞতা থেকে বিজ্ঞান প্রযুক্তি উপ-কমিটি যে উদ্যোগ নিয়েছে, সামনে যেন এ গ্যাপগুলো পূরণ হয় তা খেয়াল রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত বইয়ে বঙ্গবন্ধুর ছবি নেই-এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটি আমি জানি না। জেনে মন্তব্য করব। আমাদের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক আছে। সেখানে নেত্রী কথা বলবেন। সেখানে হয়ত এটি আলোচনা হবে।’ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি দেশের অর্জনে কোন গর্ববোধ করে না।’ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির চেয়ারম্যান ড. মোঃ হোসেন মনসুরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপ-কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
×