ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করলেন মেডিক্যাল বোর্ড সদস্যরা, রিপোর্ট দেবেন আজ

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০১৮

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করলেন মেডিক্যাল বোর্ড সদস্যরা, রিপোর্ট দেবেন আজ

স্টাফ রিপোর্টার ॥ কারাগারে আটক বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য গঠিত দ্বিতীয় মেডিক্যাল বোর্ড সদস্যরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। বিভিন্ন রোগ ও শারীরিক সমস্যা নিয়ে খালেদা জিয়ার সঙ্গে তারা আলোচনা করেছেন। কোন্ কোন্ সমস্যায় খালেদা জিয়া ভুগছেন তাও জানতে চেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসকগণ। শনিবার পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডে অবস্থিত পুরনো কারাগারের সাক্ষাতকক্ষে বেলা চারটার দিকে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন তারা। চিকিৎসকগণ এ সময় খালেদা জিয়াকে কিছু বিষয়ে সতর্ক থাকতে মৌখিক পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। তবে মেডিক্যাল বোর্ড সদস্যগণ চিকিৎসা শেষে কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কোন কথা বলেননি। এদিকে স্বাস্থ্য পরীক্ষা করলেও মেডিক্যাল বোর্ড কোন প্রকার ব্যবস্থাপত্র দেয়নি বলে জনকণ্ঠকে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের জেলার মাহবুবুল আলম। তিনি বলেন, রবিবার মেডিক্যাল বোর্ডের রিপোর্ট পাওয়ার পর ডাক্তারদের নির্দেশনা অনুযায়ী বেগম খালেদা জিয়াকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা প্রদান করা হবে। আশা করি কালই (রবিবার) ব্যবস্থাপত্র পাওয়া যাবে। এদিকে রবিবার সকাল ১০টায় মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট তার কাছে জমা দেবেন বলে জনকণ্ঠকে জানিয়েছেন বিএসএমএমইউ-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত বোর্ড রবিবার রিপোর্ট জমা দেবে। এরপর তা পরীক্ষাপূর্বক প্রয়োজন অনুযায়ী কারাগারে আটক বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা প্রদান করার জন্য কারা কর্তৃপক্ষকে চিঠি দেয়া হবে। কোন্ কোন্ রোগে ভুগছেন খালেদা জিয়া তা জানতে চাইলে তিনি বলেন, রিপোর্ট পাওয়ার পর সব বলা যাবে। স্বাস্থ্য পরীক্ষার সময় উপস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক ডাঃ মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার আগের সমস্যাগুলোই চিকিৎসকরা দেখেছেন। তাকে প্রায় ২০ মিনিট ধরে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা দেখেছেন। হাসপাতালে ভর্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বোর্ডের চিকিৎসকরা তাৎক্ষণিক কোনও কিছুই বলেননি, সবকিছু রবিবার জানা যাবে। খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, না, এ রকম কিছু বলেননি। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের জানান, কারা-কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পাওয়ার পর ১৩ সেপ্টেম্বর পাঁচ সদস্যের এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল জলিল চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। মেডিক্যাল বোর্ডের অন্য সদস্যরা হলেন- কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী বীরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন খালেদা জিয়া। বন্দী থাকা অবস্থায় এর আগেও একবার ঢাকা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তখন স্বাস্থ্য পরীক্ষার পর মেডিক্যাল বোর্ডের রিপোর্টে বলা হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর নয়। তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক পরীক্ষা করতে ৭ এপ্রিল খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। এরপর খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিএনপি মহাসচিবসহ দলের সিনিয়র নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করলে তাদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন করে এই মেডিক্যাল বোর্ড গঠন করা হলো।
×