ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেডিক্যাল বোর্ড খালেদাকে দেখতে যাচ্ছে আজ

প্রকাশিত: ০৭:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০১৮

মেডিক্যাল বোর্ড খালেদাকে দেখতে যাচ্ছে আজ

বিডিনিউজ ॥ দুর্নীতির মামলায় কারান্তরীণ অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা তাকে দেখতে কারাগারে যাবেন। আজ শনিবার দুপুরে পাঁচ সদস্যের এই মেডিক্যাল বোর্ড নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে যাবেন বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, হাসপাতাল থেকে আমাদের লিখিতভাবে জানানো হয়েছে, শনিবার বেলা সাড়ে ১১টায় মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার কাছে আসবে। চিকিৎসকদের সব ধরনের সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছি আমরা। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বৃহস্পতিবার পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডের সদস্যরা হলেন- বিএসএমএমইউ ইন্টারনাল মেডিসিনের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী, কার্ডিওলজির অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারির অধ্যাপক আবু জাফর চৌধুরী, চক্ষুর সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিনের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ। এর মধ্যে মেডিক্যাল বোর্ডের সদস্যদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডক্টরস এ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। বিএনপির পক্ষ থেকে এই বোর্ডে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে। মেডিক্যাল বোর্ডে ব্যক্তিগত চিকিৎসক না রাখা অশুভ পরিকল্পনা- রিজভী ॥ কারাবন্দী খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক না রাখা সরকারের অশুভ পরিকল্পনা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। রিজভী আহমেদ বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। গণমাধ্যমের প্রকাশিত সংবাদ অনুযায়ী, মেডিক্যাল বোর্ডে বিএসএমএমইউ-এর চিকিৎসকরাই রয়েছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিক্যাল বোর্ডে রাখা হয়নি, যা বিদ্বেষ প্রসূত মনোভাবেরই বহিঃপ্রকাশ।’ রিজভী আহমেদ বলেন, কারা কর্তৃপক্ষের মৌখিক বার্তা অনুযায়ী, মেডিক্যাল বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য খালেদা জিয়ার ব্যক্তিগত পাঁচজন চিকিৎসকের নাম দলের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। কিন্তু খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের বোর্ডে অন্তর্ভুক্ত না করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু উদ্বিগ্নই নয়, চিকিৎসা না দিয়ে তাকে গুরুতর শারীরিক ক্ষতির দিকে ঠেলে দেয়ার এটি একটি অশুভ পরিকল্পনা বলে দল মনে করে।
×