ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশাল শিশু থিয়েটারের ‘আওয়ার কিংডম’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৬:০৬, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 বরিশাল শিশু থিয়েটারের ‘আওয়ার কিংডম’ মঞ্চস্থ

সংস্কৃতি ডেস্ক ॥ শব্দাবলী বরিশাল শিশু থিয়েটারের প্রযোজনায় সম্প্রতি মঞ্চে এসেছে শিশুতোষ নাটক ‘আওয়ার কিংডম’। গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় শব্দাবলীর নিজস্ব স্টুডিও থিয়েটার মঞ্চে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়। বরিশাল শিশু থিয়েটারের ১০ম প্রযোজনা ‘আওয়ার কিংডম’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন শামীমা শওকত লাভলী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে আরভিন স্বাধীন, আরেফিন হোসেন খায়রুল, সজল সিকদার, সাবা তাবাস্সুম স্বর্ণা, সিনথিয়া দিপা রায়, লামিয়া আপসারা ইন্তি, সাবা ওহি , রাইসা কবীর রঈশী, তাহিরা ইস্রাফিল জারা, শিখা উর্দি বর্না প্রমুখ। নেপথ্যে কাজ করেছেন নির্দেশনা সহকারী মণি আক্তার, আলোক পরিকল্পনা আল মামুন, মঞ্চ পরিকল্পনা সৈয়দ নাজমুল আলম অভি, মঞ্চ ব্যবস্থাপনা পারভেজ হাসান, আরিয়ান মজুমদার, পোশাক পরিকল্পনা সৈয়দা ইপসিতা নীতি, শব্দ নিয়ন্ত্রণ-তারিকুল হাসান, রূপসজ্জা তন্দ্রা মল্লিক, প্রযোজনা সমন্বয়কারী মশিউর রেজা রিফাত। নাটকে তুলে ধরা হয়েছে কল্পনার রাজ্যে দেখা মেলে হাজারো স্বপ্ন। আবার সেই কল্পনার রাজ্যে বিচরণ করাও কিন্তু খুব সহজ নয়। তবে শিশুরা তাদের ভাবনার মধ্য দিয়ে সেই কল্পনার রাজ্যে ঘুরে বেড়ায় খুব সহজেই। যেমন রূপকথার গল্প কার না পছন্দের? তাই এমন রূপ কথাকেই ভালবেসে বেড়ে ওঠে শিশুরা। তাইতো তাদের ভাবনায় নাড়া দেয় মাংসাশী কোন প্রাণীও হতে পারে ভেজিটেরিয়ান। শিশুদের এমনি এক ভাবনাকে নাট্টিক উপাদানে মঞ্চে নিয়ে এসেছে শব্দাবলী পরিচালিত বরিশাল শিশু থিয়েটার। আধুনিক ইলেট্রনিক্সের যুগেও শিশুরা যে রূপকথার কল্পনার রাজ্যে ঘুরে বেড়ায় তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই নাটকে। নাটকটিতে বর্ণনা করা হয়েছে শিশুর রাজ্যে থাকবে না কোন ভয়, হিংসা, বাসায় বাসযোগ্য হবে শিশুর পৃথিবী। নাটকটিতে উঠে এসেছে সমসাময়িক কিছু বিষয়ও। প্রাগত নামের বাইরে এসে নাটকটির নামকরণেও রয়েছে বেশ ভিন্নতা। শিশুর কল্পনার রাজ্যের হাতছানির মতো নাটকটির নাম দেয়া হয়েছে ‘আওয়ার কিংডম’। নাটকে দেখানো হয়েছে, পশু-পাখিদের রাজা সিংহ। তার রাজত্বে সবাই তাকে ভয় পেয়ে পালিয়ে যায় বলে সে গর্ববোধ করে। একই সঙ্গে আনন্দ উপভোগ করে তাদের পালিয়ে যাওয়াটাকে। এক ছোট ছাগল ছানার সঙ্গে সিংহের বন্ধুত্ব হয়ে যায় এবং সে ছাগল ছানার কাছে ফাঁস করে তার গোপন খবরটি। সিংহ রাজা ভেজিটেরিয়ান। অন্যদিকে সুন্দরী অহঙ্কারী খরগোস অন্য প্রাণীদের সঙ্গে মিশতে চায় না । কারণ অন্য প্রাণীদের থেকে তার বাসস্থান, খাবার, পোশাক সবই উন্নত এবং সুন্দর। অন্য প্রাণীদের সে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে। একদিন চূড়ান্ত বিপদে পড়লে ঐসব তুচ্ছ তাচ্ছিল্য করা প্রাণীরাই তার জীবন রক্ষা করে। তখন সে তার ভুল বুঝতে পারে এবং অনুধাবন করে এরাই আসলে তার প্রকৃত বন্ধু। নাটকটি বর্তমান সময়ে বাংলাদেশের সাড়া জাগানো অন্যতম একটি শিশুতোষ নাটক হবে বলে আশা প্রকাশ করেছেন নাটকটির প্রযোজনা অধিকর্তা ও দলটির কর্ণধার নাট্যজন সৈয়দ দুলাল। একই সঙ্গে নাটকটির ভবিষ্যত নিয়েও তিনি বেশ আশাবাদী। তিনি বলেন, বরিশাল শিশু থিয়েটার সবসময়ই ভিন্নধর্মী কাজ করে। একই সঙ্গে নাটকের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে। শিশুদের এই নাটকটিতেও তেমনি বার্তা দেয়া হয়েছে। নাটকটি নিয়ে এই নাট্যজনের দেশে ও দেশের বাইরে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন শিশু নাট্য উৎসবে অংশ নেয়ার ইচ্ছে রয়েছে।
×