ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘রিললাইফ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ডিসেম্বরে

প্রকাশিত: ০৬:০৪, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 ‘রিললাইফ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ডিসেম্বরে

স্টাফ রিপোর্টার ॥ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডকুমেন্টরি নিয়ে ক্রিয়োজিওন প্রোডাকশন দ্বিতীয়বারের মতো আয়োজন করছে ‘রিললাইফ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮’। ডিসেম্বরের ১২ থেকে ১৪ তারিখ পর্যন্ত ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে কলকাতায় অনুষ্ঠিত হবে এ উৎসব। উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডকুমেন্টরি জমা দেয়ার শেষ তারিখ ৩০ নবেম্বর। প্রতিযোগিতায় বিজয়ী চলচ্চিত্র ও ডকুমেন্টরিকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। ক্রিয়োজিওন প্রোডাকশনের অন্যতম সদস্য সেখ আসিফ ইকবাল জানান, ক্রিয়োজিওন প্রোডাকশনের উদ্যোগে প্রথম রিললাইফ ফিল্ম ফেস্টিভ্যালে স্বাধীন চলচ্চিত্র দেখানো ও স্বল্পদৈর্ঘ্যরে ছবি, প্রামাণ্য চিত্র দেখার অভ্যাস তৈরি করতে চেয়েছিলাম আমরা। বাংলাদেশ থেকে আসা অসম্ভব সুন্দর কিছু ছবি দেখার সুযোগ হয়েছিল। এবছর সারাবিশ্ব থেকে চলচ্চিত্র আসছে। ভারতবর্ষের চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে সদ্যজাত এ উৎসব বিশেষ চমক নিয়ে আসতে চলেছে। আয়োজক শুভজিৎ ঘোষ ও অঙ্কিত বাগচি জানান, এ উৎসবের মাধ্যমে দুই বাংলার মেলবন্ধন তৈরি হবে। পূর্বের ন্যায় এবারও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক নির্মাতা তাদের শিল্প নিয়ে এ উৎসবে অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
×