ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উৎস নাট্যদলের ‘আগুন চাবুক’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:০৩, ১৫ সেপ্টেম্বর ২০১৮

উৎস নাট্যদলের ‘আগুন চাবুক’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ উৎস নাট্যদলের নতুন প্রযোজনা ‘আগুন চাবুক’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হলো শুক্রবার। দলের পঞ্চম প্রযোজনা ‘আগুন চাবুক’ নাটকটি রচনার পাশাপাশি নির্দেশিনাও দিয়েছেন মান্নান হীরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে বিকেল ৫-১৫ মিনিটে প্রথম এবং সন্ধ্যা ৭-১৫ মিনিটে নাটকের দ্বিতীয় মঞ্চায়ন হয়। ‘আগুন চাবুক’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শাহরান খান, লিটা খান, ইমরান হোসেন ইমু ও জিয়াউল হক জুয়েল। নাটকের গানের কথা লিখেছেন মান্নান হীরা। নাটকের গানের সুর দিয়েছেন শিশির রহমান, আবহ সঙ্গীত মাজহারুল ইসলাম জুয়েল, ইমরান ও আপন, শব্দ প্রক্ষেপণ শাহীদুল ইসলাম আপন, হাসান নাহিদ, আলোক প্রক্ষেপণ রতন, বাপ্পা, পোশাক পরিকল্পনা লিটা খান, স্মরণিকা ডিজাইন জিয়াউল হক জুয়েল, মঞ্চ ব্যবস্থাপনা অর্ক আহম্মেদ রিপন, ফাইজুল্লাহ মাহমুদ রানা, প্রযোজনা অধিকর্তা মোঃ রাফিকুল ইসলাম। মিলনায়তন ব্যবস্থাপনায় লিজা, আশা, বাপ্পা, খাজা, শ্রাবন, হাসান, করুনা, ফিরোজ, হেলাল, শান্তা, সবুজ, বিশ্বজিত, প্রান্ত, সোহাগ, ইভা ও শরিফ। প্রধান সমন্বয়কারী মোঃ ইমরান হোসেন ইমু। ‘আগুন চাবুক’ কাহিনীতে তুলে ধরা হয়েছে কৃষিজীবী মানুষের জীবনটা ভীষণ স্বপ্নময়। জমিতে ফসল বপনের দিন থেকে প্রতি মূহূর্তে তার স্বপ্নের পরিধি, রং, বর্ণ বিচিত্র রূপ ধারণ করে। কৃষকের প্রথম প্রেম তার কষ্টার্জিত কর্ষিত ফসল। বীজ থেকে পুষ্ট ফসলে রূপ নেয়া অব্দি নানা স্বপ্ন ও স্বপ্ন ভঙ্গের অভিজ্ঞতায় প্রাঞ্জল হয়ে উঠেন কৃষক পরিবার। নারী, পুরুষ, যুবক, তরুণী সকলেই এ স্বপ্নের জাল বুনে প্রহর গোনেন ফসল ঘরে তোলার সময় অব্দি। মাঠে পাকা ফসলের ঘ্রাণে মৌ মৌ চারদিক যখন কৃষক মনগুলোতে উৎসবের রং লাগে তখন এ উৎসবের রং যতটা না বাহ্যিক তার চেয়ে বেশি অন্তর্গত। তাই জীর্ণ পোশাকেও তারা নিজেকে ভাবে রঙ্গীন, বর্ণিল। এমনই এক তরুণ-তরুণীর গল্প ‘আগুন চাবুক’। ফসল কাটবার প্রস্তুতিতে যখন উৎসব পোশাকে ছন্দময় নৃত্য চলে জমিতে তখনই গ্রামের চেনা মুয়াজ্জিন বাধ সাধে। আগুন চাবুকে জর্জরিত তরুণীটি রুখে দাঁড়ায়- পাশে এসে দাঁড়ায় শত বছরের ফসলের পাহারাদার নিষ্প্রাণ কাকতাড়ুয়াটি। মঞ্চে দৃশ্যমান হয় পাকা ফসলের ঘ্রাণে মেতে উঠা স্বপ্নিল অন্তরের সঙ্গে পরজীবী প্রাণীর সঙ্ঘাত।
×